এই মুহূর্তে ভারত তথা বিশ্ব বাজারে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে গ্রাহকরা ইলেকট্রিক গাড়ি কেনার দিকে আগ্রহ দেখাচ্ছেন বেশি। যার ফলশ্রুতিতে, একাধিক কোম্পানি তাদের চিরাচরিত পেট্রোল অথবা ডিজেল ইঞ্জিনের গাড়ি নির্মাণ বন্ধ রেখে ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে। যদি এই মুহূর্তে ভারতীয় বাজারের কথা বলি, তবে একমাত্র টাটা কোম্পানি ইলেকট্রিক সেগমেন্টের একাধিক গাড়ি লঞ্চ করে সগৌরবে ব্যবসা করছে। যদিও চলতি বছর বেশ কয়েকটি কোম্পানি তাদের ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে ভারতের বাজারে।

বিশ্বের অন্যতম সেরা বাস নির্মাণ কোম্পানি Volvo এবার ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে। গত 14ই জুন ভারতের বাজারে নিজেদের প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার ঘোষণা করেছে এই সুইডিশ কোম্পানি। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, চলতি বছরের আগস্টে গাড়িটি অফিসিয়ালি লঞ্চ করার পাশাপাশি বিক্রি শুরু করবে তারা। ভারতের বাজারে জনপ্রিয় এই কোম্পানিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের এই গাড়িটি হবে লং রেঞ্জের গাড়িগুলির মধ্যে অন্যতম।

যদি দুর্দান্ত এই গাড়িটির শক্তিশালী ব্যাটারি সম্পর্কে বলি, তবে এতে 78kwh ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে, যা সর্বাধিক 402 হর্সপাওয়ার উৎপন্ন করতে পারে। কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে, 0 থেকে 80 শতাংশ চার্জ হতে মাত্র 27 মিনিট সময় নেয়। পাশাপাশি গাড়িটি মাত্র 0 থেকে 4 সেকেন্ডে 100 কিলোমিটার গতি তুলতে পারে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। এছাড়া গাড়িটি একবার সম্পূর্ণ চার্জে 530 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবে বলে জানিয়েছেন কোম্পানিটির কর্মকর্তারা।

এছাড়া যদি Volvo C40 গাড়ির এক্সটিরিয়র ও ইন্টিরিয়র লুকেও কথা বলি, তবে এতে রয়েছে প্রিমিয়াম টাচ। সম্পূর্ণ চামড়ায় মোড়া গাড়িটির অন্দর আপনাকে অবাক করাবে। রয়েছে 9 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। এছাড়া গুগলের অনেক ইন-বিল্ট অ্যাপ রয়েছে এই গাড়িতে। যেমন – গুগল ম্যাপ, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং গুগল প্লে স্টোর। যদি দুর্দান্ত এই ইলেকট্রিক গাড়ির দামের কথা বলি, তবে ভারতের বাজারে গাড়িটির প্রারম্ভিক মূল্য 60 লাখ টাকার কাছাকাছি হতে পারে বলে মনে করা হচ্ছে।







