জ্বালানি তেলের দাম যেভাবে ঊর্ধ্ব গতিতে বেড়ে চলেছে তাতে দিশেহারা হয়ে পড়ছে মধ্যবিত্ত। বহু কষ্টে জমানো টাকা দিয়ে বাইক কিনলেও তেলের ক্রমবর্ধমান দামের কারণে গাড়ি চালাতে ভয় পাচ্ছেন অধিকাংশ সাধারণ মানুষ। এবার সেই সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিল গাড়ি নির্মাণ কোম্পানি Bajaj। নাগালের মধ্যে দামের পাশাপাশি একাধিক চোখ ধাঁধানো ফির্চাস সহ নতুন গাড়ি বাজারে এনে তোলপাড় সৃষ্টি করেছে Bajaj। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, Bajaj-এর নতুন গাড়িটির সমস্ত ফির্চাস সম্পর্কে।
গাড়ি নির্মাণ কোম্পানি Bajaj তাদের অত্যাধুনিক গাড়ি Bajaj Platina-র একটি নতুন সংস্করণ নিয়ে এসেছে ভারতীয় বাজারে। গাড়িটি বাজারে আসার পর ঘুম উড়েছে hero, tvs এর মতো গাড়ি নির্মাণ কোম্পানি গুলির। এর প্রধান কারণ Bajaj Platina গাড়িটি মধ্যবিত্তের সমস্ত চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে। ফলশ্রুতিতে অধিকাংশ গ্রাহকরা এই গাড়িটি পরিবারের সদস্য করতে আগ্রহ প্রকাশ করছেন।
যদি এই গাড়িটির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আপনাদের বলি, তবে গাড়িটিতে একটি শক্তিশালী 115.45cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেখতে পাবেন। শক্তিশালী এই ইঞ্জিনটি 8.44 PS শক্তি এবং 9.81 NM টর্ক জেনারেট করতে সক্ষম। যদি গাড়িটির মাইলেজের কথা বলি সে ক্ষেত্রে, লিটার প্রতি তেলে গাড়িটি 80 KM পথ অতিক্রম করতে পারে বলে দাবি করেছে এই সংস্থাটি।
এছাড়া Bajaj Platina গাড়িটিতে আরও একাধিক নতুন বৈশিষ্ট্য যুক্ত করেছে গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানটি। এই গাড়িতে আপনি ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল কনসোল, এন্টি লক ব্রেকিং সিস্টেমের মতো একাধিক স্মার্ট বৈশিষ্ট্য দেখতে পাবেন। যদি দামের কথা বলি, সেক্ষেত্রে Bajaj Platina 110 ABS গাড়িটি আপনি এক্স শোরুম থেকে 72,224 টাকায় ক্রয় করতে পারেন।