ইয়ামাহা মোটর ইন্ডিয়া তাদের শক্তিশালী মোটরসাইকেল MT 15 এর একটি নতুন সংস্করণ বাজারে এনেছে। ইয়ামাহা এমটি ১৫ বাইকটিতে রয়েছে অসাধারণ ফিচার এবং আধুনিক নকশা। ইয়ামাহা এমটি ১৫ অন্যতম শক্তিশালী স্পোর্টস বাইক। ইয়ামাহা এমটি ১৫ বাইকে রয়েছে এলইডি ডিআরএল, এলইডি হেডল্যাম্প, অ্যাগ্রেসিভ লুকিং ফুয়েল ট্যাঙ্ক এবং এলিভেটেড টেল সেকশন সহ সিঙ্গেল পড প্রজেক্টর। নতুন এই বাইকটিতে পাওয়া যাচ্ছে ৪টি স্টাইলিশ সায়ান স্টর্ম, রেসিং ব্লু, আইস ফ্লু-রেড এবং মেটালিক ব্ল্যাক কালার অপশনে। ইয়ামাহা এমটি ১৫ বাইকটি রঙ, আগ্রাসী স্টাইল এবং স্পোর্টি লুক সহ স্টাইলিশ গ্রাফিক্সের সঙ্গে দেখা যাবে।
ইয়ামাহা এমটি ১৫ বাইকটিতে রয়েছে লিকুইড কুল্ড, ফোর স্ট্রোক, এসওএইচসি, ৪ ভালভ এবং ১৫৫ সিসি ফুয়েল ইনজেকশন ইঞ্জিন। এই ইঞ্জিনটি ১০ হাজার আরপিএম-এ ১৮.৪ পিএস এর সর্বোচ্চ শক্তি উৎপন্ন করতে পারে এর পাশাপাশি, ৭ হাজার ৫০০ আরপিএম এ ১৪.১ এনএম এর পিক টর্ক উত্পন্ন করতে ইঞ্জিনটি সক্ষম। ইয়ামাহা এমটি ১৫ তে রয়েছে ৬ স্পিড গিয়ার বক্স।
ইয়ামাহা এমটি ১৫ বাইকটিকে স্মার্ট ফিচার যুক্ত করেছে কোম্পানি। নতুন ইয়ামাহা এমটি ১৫ এ থাকছে ডিজিটাল এলসিডি ক্লাস্টার, গিয়ার শিফট, গিয়ার পজিশন এবং ভিভিএ ইন্ডিকেটর সহ কাস্টমাইজেবল অ্যানিমেটেড টেক্সট। পাশাপাশি ব্লুটুথ ওয়াই কানেক্ট অ্যাপ থেকে এলসিডি ক্লাস্টারে কল, রক্ষণাবেক্ষণ সুপারিশ, পার্কিং লোকেশন, ফুয়েল খরচ, ইমেইল ও এসএমএস অ্যালার্ট সহ স্মার্টফোনের ব্যাটারির স্ট্যাটাস সাপোর্টও দেখতে পারবেন ইয়ামাহা এমটি ১৫ বাইকটিতে।