Yamaha RX100: বাজারে আগুন জ্বালাতে আসছে Yamaha RX100! ফির্চাস এবং দাম শুনলে চমকে যাবেন আপনিও

Yamaha-র নতুন বিজ্ঞপ্তি ইতিমধ্যে তরুণ প্রজন্মের বাইক প্রেমীদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। ফের বাজারে উষ্ণতা ছড়াতে নতুন বাইক বিক্রির প্রক্রিয়া চালু করতে চলেছে এই গাড়ি…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

Yamaha-র নতুন বিজ্ঞপ্তি ইতিমধ্যে তরুণ প্রজন্মের বাইক প্রেমীদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। ফের বাজারে উষ্ণতা ছড়াতে নতুন বাইক বিক্রির প্রক্রিয়া চালু করতে চলেছে এই গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানটি। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, কাওয়াসাকির গাড়ি গুলোকে টক্কর দিতে নতুন লুকস এবং একাধিক নজরকাড়া বৈশিষ্ট্য নিয়ে ভারতের বাজার দখল করতে আগ্রহী তারা। আপনাদের জানিয়ে রাখি, ১৯৯০ সালের দিকে RX100 যুবকদের জীবন ছিল। বুলেট বাইকের চেয়ে ইয়ামাহার RX 100-এর চাহিদা ভারতের বাজারে ছিল বেশি। সেই সময় যারা স্পিড পছন্দ করতো তাদের প্রথম পছন্দের বাইক ছিল এটিই।

Advertisements

তরুণ প্রজন্মের ছেলেরা তখন চাইত, শুধু এই বাইকটা দরকার, নাহলে একদমই দরকার নেই। আজ আমরা আপনাদের জন্য এমন একটি সংবাদ দিতে চলেছি যা শুনে বর্তমান যুগের স্পিড লাভাররা আনন্দে আপ্লুত হয়ে উঠবে। জাপানি বাইক নির্মাতা ইয়ামাহা তাদের ৪ দশকের পুরোনো মডেল ‘অবতারকে’ নতুন রূপে উপহার দিতে যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, Yamaha RX100 মডেলটি প্রথমবারের মতো ভারতের বাজারে ১৯৮৫ সালে এসেছিল। তবে নির্মাণ শিল্পের কঠিন নিয়মের কারণে ১৯৯৫ সালে নিজেদের উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় Yamaha।

Advertisements

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কোম্পানি সম্পূর্ণ নতুন অবতারে এই রেট্রো ডিজাইন করা বাইকটি চালু করার পরিকল্পনা করছে। তবে গাড়িটিতে কি ধরনের ইঞ্জিন ব্যবহার করা হবে সে প্রসঙ্গে কোন রকমের তথ্য প্রদান করেনি জাপানি এই গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানটি। আপনাদের জানিয়ে রাখি, ইয়ামাহাতে বর্তমানে 125 cc, 150 cc এবং 250 cc ইঞ্জিন রয়েছে। এর মধ্যে যেকোনো একটি ইঞ্জিন ব্যবহার করে গাড়িটি বাজারে আনবে ইয়ামাহা। তবে গাড়ি বিশেষজ্ঞরা অনুমান করছেন নতুন অবতারের গাড়িটিতে 125 cc বা 150 cc ইঞ্জিন ব্যবহার করা হতে পারে।

Yamaha এখনো পর্যন্ত জানায়নি কবে থেকে ভারতের বাজারে তাদের এই গাড়িটি উপলব্ধ হবে। তবে গাড়িতে নতুন সাসপেনশন সিস্টেম দেখা যাবে। গাড়ি বিশেষজ্ঞরা মনে করছেন, Yamaha RX100 গাড়িটি চলতি বছরের শেষে অথবা ২০২৪ সালের প্রথমে ভারতের বাজারে উপলব্ধ হতে পারে। যদি গাড়িটিতে 125 cc বা 150 cc ইঞ্জিন ব্যবহার করা সেক্ষেত্রে ভারতীয় মার্কেটে গাড়িটির দাম হতে পারে ১.২৫ লক্ষ থেকে ১.৫০ লক্ষের মধ্যে।

Advertisements