Maruti WagonR: 7-সিটারের Maruti WagonR পাগল করে তুলেছে গ্রাহকদের, দেখে নিন গাড়িটির দুর্দান্ত ফির্চাস

বর্তমানে ভারতীয় বাজারে গ্রাহকদের জন্য একাধিক SUV গাড়ির অপশন থাকলেও Maruti WagonR আলাদাভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে তাদের কাছে। দুর্দান্ত ডিজাইন এবং অসাধারণ বৈশিষ্ট্যের কারণে এই…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে ভারতীয় বাজারে গ্রাহকদের জন্য একাধিক SUV গাড়ির অপশন থাকলেও Maruti WagonR আলাদাভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে তাদের কাছে। দুর্দান্ত ডিজাইন এবং অসাধারণ বৈশিষ্ট্যের কারণে এই গাড়িটি ক্রয় করার জন্য আগ্রহ দেখাচ্ছেন গ্রাহকরা। ভারতের জনপ্রিয় কোম্পানি Tata-র সঙ্গে পাল্লা দিতে নতুন BS6 ফেজ-2 গাড়ি বাজারে অবতরণ করার সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছে মারুতি। জানা যাচ্ছে, খুব শীঘ্রই দুর্দান্ত বৈশিষ্ট্যের এই গাড়িটি লঞ্চ করা হবে ভারতীয় বাজারে।

Advertisements

যদি গাড়িটির ইঞ্জিনের কথা বলি, তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে Maruti Suzuki WagonR 2023 মডেলের গাড়িতে 1-লিটার পেট্রোল ইঞ্জিন দেখা যাবে। এই ইঞ্জিনটি 67 ps শক্তি এবং 89 nm টর্ক উৎপন্ন করতে সক্ষম হবে। পাশাপাশি 5-স্পীড স্বয়ংক্রিয় গিয়ারবক্সও দেখা যাবে গাড়িটিতে। Maruti Suzuki তাদের গ্রাহকদের নিরাপত্তার কথা ভেবে একাধিক সুবিধা যুক্ত করেছে গাড়িটিতে। এয়ার ব্যাগের পাশাপাশি EBD সহ ABS, সিট বেল্ট রিমাইন্ডার, প্রি-টেনশনার সিট বেল্ট, স্পিড অ্যালার্ট সিস্টেম, সিকিউরিটি অ্যালার্ম, রিয়ার পার্কিং সেন্সরের মতো অত্যাধুনিক সুবিধা সংযুক্ত করা হয়েছে গাড়িটিতে।

Advertisements

যদি দুর্দান্ত গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে Maruti Wagon R গাড়ির সেন্টার কনসোলে একটি 7 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, নতুন থ্রি-স্পোক মাল্টিফাংশন স্টিয়ারিং হুইল, অ্যালুমিনিয়াম ফিনিশ, স্পিডোমিটারের মতো আধুনিক সুবিধা দেখা যাবে। তাছাড়া নিরাপত্তার জন্য Maruti WagonR 2023 মডেলের গাড়িতে Stingray HUD, ADAS, 360-ডিগ্রি পার্কিংয়ের মতো সুবিধাগুলো লক্ষ্য করা যেতে পারে বলে মনে করা হচ্ছে৷ তবে দুর্দান্ত এই গাড়িটির দামের ব্যাপারে কোনরকম তথ্য প্রকাশ করেনি মারুতি সুজুকি। তবে চলতি বছরের অক্টোবর মাসে গাড়িটি লঞ্চ হতে পারে বলে মনে করছেন গাড়ি বিশেষজ্ঞরা।

Advertisements