১ কিঃমিঃ যেতে খরচ মাত্র ২৫ পয়সা! ভারতে লঞ্চ হল ১৮০ কিঃমিঃ মাইলেজের ধাসু ইলেকট্রিক বাইক

ভারত তথা বিশ্ব বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। শুধু তাই নয়, বর্তমানে বিশেষভাবে বিক্রি বেড়েছে ইলেকট্রিক বাইকের।…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারত তথা বিশ্ব বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। শুধু তাই নয়, বর্তমানে বিশেষভাবে বিক্রি বেড়েছে ইলেকট্রিক বাইকের। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারতের বাজারে TVS, OLA, HERO সহ একাধিক কোম্পানি ইলেকট্রিক স্কুটার সরবরাহ করে। তবে ধারাবাহিকতা ভেঙে একাধিক নতুন কোম্পানি সাফল্যের সাথে ভারতের বাজারে ইলেকট্রিক বাইক বিক্রি শুরু করেছে।

Advertisements

এই নিবন্ধে আমরা আপনাদের বলি, সম্প্রতি গুজরাট ভিত্তিক কোম্পানি Abzo Motors এদিন তাদের প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে। বলিউডের জনপ্রিয় অভিনেতা সুনীল শেট্টির হাত ধরে Abzo VS01 নামের এই ইলেকট্রিক বাইক যাত্রা শুরু করেছে ভারতের বাজারে। বাইকটি গ্রাহকদের জন্য উপলব্ধ হওয়ার সাথে সাথে এর অবিশ্বাস্য বৈশিষ্ট্যের কারণে রীতিমতো আকর্ষণীয় হয়ে উঠেছে।

Advertisements

উল্লেখ্য, দুর্দান্ত এই ইলেকট্রিক বাইকটির ডিজাইনে বেশ কিছু বিশেষত্ব রয়েছে। দেখলে বুঝতে পারবেন Abzo VS01 নামের এই ইলেকট্রিক বাইকের ডিজাইন করা হয়েছে স্পোর্টস বাইকের মতো। যা বেশ পছন্দ করেছেন গ্রাহকরা। কারণ ধারাবাহিকতা ভেঙে এই প্রথম কোন কোম্পানি স্পোর্টস বাইকের মতো ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে।

যদি শক্তিশালী এই বাইকের বৈশিষ্ট্যের কথা বলি, তবে এতে 5 কিলোওয়াটের শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা এক চার্জে সর্বোচ্চ 180 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। এখানেই শেষ নয়, গাড়িটি মাত্র 6 সেকেন্ডে 60 কিলোমিটার গতিতে ছুটতে পারে। আমরা আপনাদের বলে রাখি, শক্তিশালী এই বাইকটি গতিপ্রেমীদের জন্য লঞ্চ করা হয়েছে। তবে এতে আপনি ইকো, নরমাল এবং স্পোর্টস মোড পাবেন। অর্থাৎ আপনি চাইলে সর্বোচ্চ 45 কিলোমিটার গতিতেও চালাতে পারবেন আবার 80 কিলোমিটার গতিতেও চালাতে পারবেন। যদিও শক্তিশালী এই ইলেকট্রিক বাইকের দাম কত হবে সে বিষয়ে কোন রকম তথ্য প্রকাশ করেনি সংস্থাটি। তবে মনে করা হচ্ছে, 1.8 থেকে 2.2 লাখ টাকার মধ্যে দাম হতে পারে বাইকটির।

Advertisements