মাত্র ১৭ হাজার টাকায় পাওয়া যাচ্ছে ১৫০ কিমি মাইলেজের স্কুটার! রয়েছে সমস্ত আধুনিক ফিচার

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা, জিও তার বিলাসবহুল বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করেছে। যার দাম নাকি মাত্র ১৭ হাজার টাকা! সত্যি কি তাই ? এ ব্যাপারে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা, জিও তার বিলাসবহুল বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করেছে। যার দাম নাকি মাত্র ১৭ হাজার টাকা! সত্যি কি তাই ? এ ব্যাপারে আজকের এই প্রতিবেদন। জেনে নেওয়া যাক জিও স্কুটার সম্পর্কে কী কী কথা শোনা যাচ্ছে এখন।

Advertisements

অনেকে মনে করছেন যে প্রাথমিকভাবে জিও খুব কম দামে তার দুর্দান্ত বৈশিষ্ট্যগুলি ইলেকট্রিক স্কুটার চালু করতে চলেছে। এই স্কুটারে একাধিক ফিচার রয়েছে বলেও শোনা যাচ্ছে। দুটি ধরণের জিও স্কুটার আসছে বলে শোনা গিয়েছে – একটি বৈদ্যুতিক এবং অপরটি পেট্রোল অপশনে। জিওর এই স্কুটারের দাম রাখা হয়েছে ১৭,০০০ টাকা, এমনটা অনেকের অনুমান। এই স্কুটারে টিউবলেস টায়ার রয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও সত্যতার বিষয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।

Advertisements

এমনটাও শোনা যাচ্ছে যে এতে এমন অনেক ফিচার যুক্ত করা হয়েছে যা অন্য যে কোনো ধরনের স্কুটারের চেয়ে বেশি সুবিধা দিতে সক্ষম। ২০২৩ সালের ১৫ আগস্ট ভারতে জিও সাবস্ক্রিপশন চালু করার পরে এই স্কুটার বাজারে আসতে পারে বলে আশা করছেন কেউ কেউ। দাম হতে পারে খুবই কম। যদিও সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এর লঞ্চের বিষয়ে কোনও নিশ্চিতকরণ করেনি। ব্ল্যাক, হোয়াইট, গ্রে, ইয়েলো, রেড ও ব্লু সহ মোট ১০টি রঙে পাওয়া যেতে পারে এই ইলেকট্রিক স্কুটার। জিও ইলেকট্রিক স্কুটারটি তার সেরা বৈশিষ্ট্যগুলির জন্য খবরের শিরোনামে রয়েছে। কেউ কেউ এমনও দাবি করেছেন, এই বৈদ্যুতিক স্কুটারটি একক চার্জে ১১০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারবে। জিও ইলেকট্রিক স্কুটারটি মাত্র ৫ সেকেন্ডে ০-৪৫ কিমি/ঘণ্টা গতি সম্পন্ন, এমন খবর ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

jio electric scooter

জিও ইলেকট্রিক স্কুটার রেজিস্ট্রেশনের খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কিছু অনলাইন পোস্টে বলা হয়েছে যে জিও সংস্থা তার ই-স্কুটারটি খুব কম দামে মানুষের কাছে উপলব্ধ করবে এবং একই সাথে লোকেরা কিস্তিতে স্কুটারের দাম পরিশোধ করতে সক্ষম হবে। এবার বলে রাখা ভালো যে এই খবরটি একেবারেই ভুয়ো। কারণ রিলায়েন্স জিও কোম্পানি এখনো পর্যন্ত বাজারে জিও ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার বিষয়ে কোনও ঘোষণা করেনি। তবে টেক প্রেমীরা আশা করতেই পারেন।

Advertisements