Viral Video: সাধারণ অটোরিকশাকে করে ফেললেন “লাক্সারি কার”! সানরুফের ব্যবস্থা করে তাক লাগালেন ভারতীয় যুবক

প্রতিদিন কতই না ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কেউ দেখতে দেখতে হয়ে উঠছেন রীতিমত জনপ্রিয়, আবার কেউ বা সমালোচনার শিকড়ে অষ্টেপৃষ্ঠে বাধা পড়ছেন। সম্প্রতি সোশ্যাল…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

প্রতিদিন কতই না ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কেউ দেখতে দেখতে হয়ে উঠছেন রীতিমত জনপ্রিয়, আবার কেউ বা সমালোচনার শিকড়ে অষ্টেপৃষ্ঠে বাধা পড়ছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন আপনি। এতদিন ইন্টারনেটে বাইক কিংবা কার মডিফাই করে আলোচনায় এসেছেন একাধিক ব্যক্তি। তবে এবারের ঘটনা সম্পূর্ণ আলাদা, অটোরিকশা মডিফাই করে রীতিমতো আলোচনায় উঠে এসেছেন ভারতীয় এক তরুণ।

Advertisements

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখে আশ্চর্যজনক ঘটনার সাক্ষী থাকলো গোটা ভারতবাসী। সাধারণ একটি অটোরিক্সাকে এক ব্যক্তি এমন ভাবে মডিফাই করেছেন, দেখে মনে হচ্ছে সেটি একটি লাক্সারি গাড়ি। এমনকি গাড়িটি এক নজরে দেখে চোখ ফিরিয়ে নিতে পারছে না নেটিজেনদের একাংশ। এক কথায়, অটোরিকশাটিকে দুর্দান্তভাবে মডিফাই করে সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠে এসেছেন ওই ব্যক্তি।

Advertisements


আপনাদের জানিয়ে রাখি, গোলাপি রঙের অটো রিক্সাটি মডিফাই করতে লক্ষাধিক টাকা ব্যয় করেছেন ওই ব্যক্তি। রিক্সাটিতে আরামদায়ক সিটের পাশাপাশি প্যাসেঞ্জারদের প্রিমিয়াম গাড়িতে ভ্রমণ করার অভিজ্ঞতা প্রদান করতে বদ্ধপরিকর ওই অটোরিকশা চালক। জানা গেছে, এই অটোরিকশাটিতে করে ভ্রমন করতে হলে বাড়তি ভাড়া গুনতে হবে গ্রাহকদের।

এই আশ্চর্যজনক ভিডিওটি 22 ফেব্রুয়ারি autorikshaw_kerala_ নামের একটি অ্যাকাউন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার করার পর থেকে এখনো পর্যন্ত প্রায় নয় লাখের বেশি মানুষ উপভোগ করেছেন। পাশাপাশি একাধিক মানুষ মন্তব্য করেছেন ভিডিওটিতে। একজন লিখেছেন,”এই অটোতে ভ্রমণ করতে হলে ১০ কিলোমিটার রাস্তার জন্য ৮৫০ টাকা দিতে হবে।”

Advertisements