Bajaj Discover 125: Splendor-এর বাজার দখল করতে Discover 125cc-র গাড়ি নিয়ে এলো Bajaj! 70 KM মাইলেজের সাথে রয়েছে অবিশ্বাস্য ফির্চাস

বর্তমানে বিশ্বে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে অধিকাংশ মানুষ ডিজেল কিংবা পেট্রোল চালিত গাড়ির ব্যবহার কমিয়ে ইলেকট্রিক গাড়ি কেনার দিকে আগ্রহ দেখাচ্ছে বেশি। তবে বাইক প্রেমীদের…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে বিশ্বে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে অধিকাংশ মানুষ ডিজেল কিংবা পেট্রোল চালিত গাড়ির ব্যবহার কমিয়ে ইলেকট্রিক গাড়ি কেনার দিকে আগ্রহ দেখাচ্ছে বেশি। তবে বাইক প্রেমীদের কাছে ইলেকট্রিক গাড়ির চেয়েও পেট্রোল চালিত গাড়ি বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। এমন পরিস্থিতি আপনি যদি একটি কম বাজেটের বাইক কিনতে চান তবে আপনার প্রথম পছন্দের তালিকায় নিঃসন্দেহে রয়েছে Super Splendor।

Advertisements

তেল সার্ভিসের দিকে তাকিয়ে আপনি Super Splendor বাইকটি ক্রয় করতে বেশি পছন্দ করবেন। তবে আজ আমরা এই নিবন্ধে আপনাদের এমন একটি বাইকের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যার ফির্চাস এবং তেল সার্ভিস দেখলে ভুলে যাবেন Super Splendor এর নাম। এই নিবন্ধে আমরা আজ জানাতে চলেছি, গাড়ি নির্মাণ কোম্পানি Bajaj এর নতুন উদ্ভাবন Discover 125cc গাড়িটির চোখ ধাঁধানো বৈশিষ্ট্য সম্পর্কে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

Advertisements

Bajaj Discover 125cc গাড়িটি সম্পর্কে যদি আমরা আপনাদের বলি, তবে এই গাড়িতে 124.5cc শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা আপনাকে একটি গতিশীল ভ্রমণ উপহার দিতে সাহায্য করে। পাশাপাশি সুরক্ষার কথা মাথায় রেখে এই গাড়ির দুই চাকাতেই ডিস ব্রেক সিস্টেম দেওয়া হয়েছে। গাড়িটি আপনি চারটি ভিন্ন কালারে বর্তমানে ভারতীয় বাজারে উপলব্ধ রয়েছে। যার মধ্যে লাল এবং নীল কালারের গাড়িটি বেশি পছন্দ করছেন গ্রাহকরা।

অধিক দূরত্ব অতিক্রম করার কথা ভেবে কোম্পানিটি 8 লিটারের বিশাল জ্বালানি ট্যাঙ্ক ব্যবহার করেছে গাড়িটিতে। শক্তিশালী এই গাড়িটি লিটার প্রতি তেলে 70 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম বলে দাবি করেছে Bajaj। শুধু এখানেই শেষ নয়, যদি গাড়িটির দামের কথা বলি তবে এক্স শোরুম থেকে মাত্র 58,752 ভারতীয় টাকা খরচ করে নিজের করে নিতে পারেন Bajaj Discover 125cc দুর্দান্ত এই গাড়িটি।

Advertisements