দিনের পর দিন বাজারে ক্রুজার বাইকের চাহিদা বেড়েই চলেছে। স্পোর্টস কোটার এই বাইক বর্তমানে তরুণদের কাছে হয়ে উঠেছে আকর্ষণীয়। আপনাদের জানিয়ে রাখি, বিগত কয়েক বছর ধরে ভারতীয় বাজারে ক্রুজার বাইকের চাহিদা একাই পূরণ করছে গাড়ি নির্মাণ কোম্পানি Royal Enfield। গাড়িটি তরুণদের মধ্যে এতটাই জনপ্রিয় যে, আজকাল প্রায় 12%-15% বাজার একাই দখল করে রেখেছে Royal Enfield।
তবে এবার ভারতের বাজারে একচ্ছত্র আধিপত্য কমতে চলেছে এই গাড়ি নির্মাণ কোম্পানিটির। কারণ, দীর্ঘ বিরতির পর ভারতীয় বাজারে সবচেয়ে কম মূল্যে ক্রুজার বাইক নিয়ে আসতে চলেছে গাড়ি নির্মাণ কোম্পানি Bajaj। জানা গেছে, Bajaj শীঘ্রই ভারতে তার Avenger 220 পুনরায় লঞ্চ করতে চলেছে। বাইক বিশেষজ্ঞরা মনে করছেন, Avenger 220 নতুন অবতারে ভারতীয় বাজারে লঞ্চ হওয়ার পর অনেকটাই কমবে Royal Enfield-এর চাহিদা।
যদি Bajaj Avenger 220cc গাড়িটির দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে বলি, কোম্পনি এই গাড়িতে একটি 220 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন প্রদান করবে, যা 19 bhp শক্তি এবং 17.55 Nm টর্ক জেনারেট করতে সক্ষম হবে। শক্তিশালী এই ইঞ্জিনটি 5 স্পিড ম্যানুয়াল গিয়ার দ্বারা নিয়ন্ত্রিত হবে। Bajaj Avenger 220 Street ইঞ্জিন গাড়িটির আরও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, গাড়িটি E20 ফুয়েলে চলতে সক্ষম। অর্থাৎ, বাইকটি 80 শতাংশ পেট্রোল এবং 20 শতাংশ ইথানলের মিশ্রণে চলতে সক্ষম।
এছাড়া গাড়িটির দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গেলে, এই বাইকে একটি ভিন্ন ডিজাইনের হেডলাইট কাউল, অ্যালয় হুইলস, হ্যান্ডেলবার, গ্র্যাব রেল এবং অ্যাম্বার ব্যাকলিট ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার লক্ষ্য করা যাবে। পাশাপাশি দুর্দান্ত এই বাইকে একটি 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক লক্ষ্য করা যাবে। দুর্দান্ত এই গাড়িটি দিল্লির এক্স শো-রুমে 1.42 লাখ টাকায় উপলব্ধ হবে। তবে দুর্দান্ত এই ক্রুজার বাইকটি কবে নাগাদ ভারতের বাজারে লঞ্চ করা হবে, সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ্যে আনেনি, প্রতিষ্ঠানের কর্মকর্তারা।