Bajaj Platina 125: KTM-কে টক্কর দিতে প্রস্তুত Bajaj Platina 125! দুর্দান্ত ডিজাইনের সাথে রয়েছে অবিশ্বাস্য ফির্চাস

যদিও এই মুহূর্তে ভারতের বাজারে একাধিক কোম্পানি নিজেদের 125cc গাড়ি বিক্রি শুরু করেছে, তার পরেও Bajaj Platina খুব শীঘ্রই নিজেদের কিলার লুকে 125cc গাড়ি লঞ্চ…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

যদিও এই মুহূর্তে ভারতের বাজারে একাধিক কোম্পানি নিজেদের 125cc গাড়ি বিক্রি শুরু করেছে, তার পরেও Bajaj Platina খুব শীঘ্রই নিজেদের কিলার লুকে 125cc গাড়ি লঞ্চ করতে চলেছে ভারতীয় বাজারে। এদিকে গাড়িটির চোখ ধাঁধানো ডিজাইন এবং দুর্দান্ত বৈশিষ্ট্যের তালিকা প্রকাশ হতেই চোখ কপালে উঠেছে গাড়ি প্রেমীদের। বাজাজের নতুন এই গাড়ির ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ KTM গাড়ির আদলে। যা বাইক প্রেমীদের কাছে এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

Advertisements

যদি এই মুহূর্তে আপনি একটি শক্তিশালী বাইক ক্রয় করতে চান, তবে Bajaj Platina 125 হতে পারে আপনার জন্য সেরা বাইক। এটি দুর্দান্ত মাইলেজ এবং অবিশ্বাস্য ফির্চাসের এটিকে করে নিতে পারেন পরিবারের সদস্য। অর্থাৎ কম দামে বাইক কেনার একটি দুর্দান্ত অপশন দিচ্ছে বাজাজ। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, বাজাজের নতুন গাড়ির দুর্দান্ত বৈশিষ্ট্য-

Advertisements

যদি বাজাজের নতুন এই গাড়ির দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এই গাড়িতে 124cc শক্তিশালী ইঞ্জিন লক্ষ্য করা যেতে পারে। যা আপনাকে লম্বা মাইলেজ দিতে সাহায্য করবে বলে মনে করছেন গাড়ি বিশেষজ্ঞরা। এর পাশাপাশি, Bajaj Platina 125cc গাড়িতে ডিজিটাল ডিসপ্লে, ডিজিটাল স্পিড মিটার, ডিজিটাল অ্যান্টি-লক সিস্টেম, সেল্ফ স্টার্ট সিস্টেম, ডিস্ক ব্রেক সহ একাধিক সুবিধা লক্ষ্য করা যাবে। তবে বাজার সেরা এই গাড়িটি কবে নাগাদ লঞ্চ করা হবে এবং এর প্রারম্ভিক বাজার মূল্য কত হবে, সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি এই গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানটি।

Advertisements