Bajaj Triumph: ম্লান হতে চলেছে Royal Enfield-এর সৌন্দর্য, শীঘ্রই বাজারে লঞ্চ হতে চলেছে Bajaj Triumph

এই মুহূর্তে যদি আপনি একটি সুপার বাইক কেনার কথা ভাবেন, তবে এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা আপনাদের এমন একটি দুর্দান্ত বাইকের সাথে পরিচয়…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

এই মুহূর্তে যদি আপনি একটি সুপার বাইক কেনার কথা ভাবেন, তবে এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা আপনাদের এমন একটি দুর্দান্ত বাইকের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যেটির সাথে পরিচিত হওয়ার পর ভুলে যাবেন Royal Enfield কে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, জুন মাসের দ্বিতীয় সপ্তাহে সুপার বাইকটি লঞ্চ করা হতে চলেছে। খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ইতিমধ্যে বাইকটি কেনার জন্য লাইন দিতে শুরু করেছেন গ্রাহকরা।

Advertisements

আজ আমরা আপনাদের যে সুপার গাড়ির সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি সেটি নির্মাণ করেছে ভারতীয় কোম্পানি Bajaj। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, Royal Enfield-এর চেয়েও কম দামে Bajaj Triumph গাড়িটি উপলব্ধ হবে ভারতীয় বাজারে। যদি দুর্দান্ত এই গাড়িটির অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে গাড়িটিতে অল-ডিজিটাল কনসোল, ডুয়াল-চ্যানেল ABS সিস্টেম, স্লিপার ক্লাচ, ইউএসডি ফ্রন্ট ফর্কস, ব্লুটুথ, 17-ইঞ্চি চাকা, মনোশক রিয়ার সাসপেনশন, এলইডি হেডল্যাম্প ইত্যাদি বৈশিষ্ট্য সহ লঞ্চ করা হবে ভারতীয় বাজারে।

Advertisements

দুর্দান্ত এই মডেলের গাড়িটি নির্মাণ হবে ভারতের পুনের কাছে চাকানে বাজাজের নিজস্ব কারখানায়। এই মডেলের গাড়িটি উৎপাদন শুরু করার জন্য ২০২০ সাল থেকে কাজ শুরু করেছে গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানটি। উচ্চগতির এই গাড়ি নির্মাণের জন্য ইতিমধ্যে ভারত সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন Bajaj। কোম্পানির তরফ থেকে জানানো হচ্ছে, তাদের এই সুপার গাড়িতে 411cc-র শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। যেটি ভারতীয় বাজারে 2.25 লাখ টাকায় বিক্রি হবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

Advertisements