Electric Scooter: এক মাসেই বিক্রি হলো 27 হাজার ইউনিট, বাজারে আগুন জ্বালিয়ে দিয়েছে দুর্দান্ত এই ই-বাইক

বিগত সাত মাস ধরে দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ইলেকট্রিক স্কুটারের তকমা নিজেদের করে নিয়েছে গাড়ি নির্মাণ কোম্পানি ওলা। দেশের প্রায় 30% বিক্রি হওয়া ইলেকট্রিক…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বিগত সাত মাস ধরে দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ইলেকট্রিক স্কুটারের তকমা নিজেদের করে নিয়েছে গাড়ি নির্মাণ কোম্পানি ওলা। দেশের প্রায় 30% বিক্রি হওয়া ইলেকট্রিক স্কুটার তাদের। এক কথায়, ভারতের বাজারে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে এই গাড়ি নির্মাণ কোম্পানিটি। জনপ্রিয় গাড়ি নির্মাণ কোম্পানি ওলা তাদের বিগত মাসে গাড়ি বিক্রির পরিসংখ্যা প্রকাশ করেছে। যেখানে কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, 2023 সালের মার্চ মাসে তারা সর্বমোট 27 হাজার ইউনিট ই-বাইক বিক্রি করেছে।

Advertisements

আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে, Ola Electric S1 Air এবং S1 Pro Air ইলেকট্রিক স্কুটার ভারতীয় বাজারে বিক্রি করছে৷ যদি এই দুটি গাড়ির দামের একটি কথা বলি, তবে S1 এবং S1 Pro এর এক্স-শোরুম মূল্য যথাক্রমে 1,14,999 টাকা এবং 1,24,999 টাকা।

Advertisements

Ola-র তরফ থেকে জানানো হয়েছে, S1 Air গাড়িটি তিনটি ভেরিয়ান্টে উপলব্ধ রয়েছে। যেখানে 2kWh ভেরিয়েন্টের গাড়িটি 1 চার্জে সর্বোচ্চ 85 কিলোমিটার পথ অতিক্রম করবে। S1 Air 3kWh ভেরিয়েন্ট গাড়িটি 1 চার্জে সর্বোচ্চ 125 কিলোমিটার পথ অতিক্রম করবে। পাশাপাশি S1 Air 4kWh ভেরিয়েন্টের গাড়িটি সর্বোচ্চ 165 কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। অন্যদিকে, S1 Pro Air গাড়িটিতে যথাক্রমে 2kWh এবং 3kWh ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য, ওলা বর্তমানে দেশের সবচেয়ে উন্নত ইলেক্ট্রিক স্কুটার তুলে দিচ্ছে গ্রাহকদের হাতে। এক কথায়, ভারতীয় বাজারে আলাদা তুফান এনে দিয়েছে ইলেকট্রিক গাড়ি নির্মাণ কোম্পানি ওলা। জানলে অবাক হবেন, Ola-এর ই-স্কুটারগুলি ব্লুটুথ সংযোগ, কল এবং বার্তা সতর্কতা, হাইপারচার্জিংয়ের মতো সহ সম্পূর্ণ টাচস্ক্রিন ডিসপ্লের মত সুবিধা প্রদান করছে। যা গ্রাহকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলছে স্কুটার গুলোকে।

Advertisements