এই মুহূর্তে ভারতের বাজারে সবচেয়ে জনপ্রিয় বাইক গুলোর মধ্যে Hero Splendor Plus অন্যতম। বিগত কয়েক বছরে সবচেয়ে বিক্রি হওয়া বাইকের রেকর্ড রয়েছে Hero Motocorp-এর অধীনে। শুধু এখানেই শেষ নয়, দিন দিন এই কোম্পানির গাড়ি গুলি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে গ্রাহকদের কাছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, Hero Motocorp-এর সবচেয়ে জনপ্রিয় মডেল Hero Splendor এবার খুব কম মূল্যে বিক্রি হচ্ছে ভারতীয় বাজারে। এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত বাইক কিনতে চান, তবে সময়ের সেরা সুযোগটি কাজে লাগাতে পারেন আপনিও।
নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারতীয় বাজারে নতুন Hero Splendor Plus গাড়ির দাম 80 হাজার টাকার কাছাকাছি। তবে এই গাড়িটি মাত্র 20 হাজার টাকায় পাওয়া যাচ্ছে! শুনে অবাক হলেন তো? আসলে অনলাইনে একটি ব্যবসায়ী কোম্পানি দুর্দান্ত এই ছাড় দিচ্ছে। চলুন দেখে নেওয়া যাক, লিস্টে থাকা বাইক গুলোর দাম এবং দুর্দান্ত ফির্চাস সম্পর্কে-
1. Hero Splendor 2012: এই তালিকায় প্রথমেই যে গাড়িটি রয়েছে, সেটি 2012 সালের একটি Hero Splendor। দিল্লির নম্বরে রেজিস্টার করা এই বাইকটি বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছেন এর মালিক। যেখানে বলা হয়েছে, কয়েকটি অত্যন্ত কম ড্রাইভ করা হয়েছে। দুর্দান্ত গাড়িটি বিক্রি করার জন্য এর মূল্য 15,000 টাকা চেয়েছেন এর মালিক
2. Hero Splendor 2013: মাত্র কয়েক হাজার কিলোমিটার রাস্তা চলেছে Hero Splendor 2013 সালের মডেলটি। উত্তর প্রদেশের নম্বরের রেজিস্ট্রি করা এই সুপার বাইকটির জন্য এর মালিক 17,000 টাকা দাম চেয়েছেন।
3. Hero Splendor 2015: সম্পূর্ণ নতুন কন্ডিশনে দুর্দান্ত এই গাড়িটি বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়েছেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি। ওই ব্যক্তির দ্বারা জানানো হয়েছে, গাড়িটি খুব কম চালিয়েছেন তিনি। গাড়িটি বিক্রির জন্য 27,000 টাকা দাম চেয়েছেন এর মালিক।







