আজকাল ভারতীয় বাজারে গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানগুলি ইলেকট্রিক স্কুটার নির্মাণে এক আলাদা মাত্রায় পৌঁছেছে। গ্রাহকরা চাইলে এখন নিজেদের পছন্দমত স্কুটার ক্রয় করতে পারেন বাজার থেকে। বর্তমান সময়ে ভারতীয় বাজারে একের পর এক দুর্দান্ত সব ইলেকট্রিক স্কুটার রয়েছে গ্রাহকদের জন্য। তবে এতসব ইলেকট্রিক স্কুটারের মধ্যে সম্প্রতি গাড়ি প্রেমীদের দৃষ্টিতে পড়েছে Ujaas eZy ইলেকট্রিক স্কুটারটি। আর এই স্কুটারটি বর্তমানে আলোচনার পেছনে উঠে আসার কারণ হিসেবে রয়েছে এর অবিশ্বাস্য ফির্চাস এবং দাম। চলুন আজ এই নিবন্ধে জেনে নেওয়া যাক, Ujaas eZy ইলেকট্রিক স্কুটারের দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে-
দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারে 40V/26Ah এর শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা এই ইলেকট্রিক স্কুটারকে চলার শক্তি যোগাতে সাহায্য করে। শক্তিশালী এই ব্যাটারি একবার ফুল চার্জে সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত চলতে সাহায্য করে দুর্দান্ত এই স্কুটারটিকে। শুধু এখানেই শেষ নয়, স্কুটারটি সম্পূর্ণ চার্জ হতে মাত্র 6 ঘন্টা সময় নেয়। তাছাড়া দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারটি সর্বোচ্চ 30 কিলোমিটার বেগে চলতে পারে বলেও দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে।
তবে দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর অবিশ্বাস্য কম দাম। যে দামে আপনি একটি স্মার্ট ফোন ক্রয় করতে পারেন ঠিক সেই দামে আপনি আজই কিনতে পারবেন দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারটি। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, Ujaas eZy ইলেকট্রিক স্কুটারটির শোরুম মূল্য মাত্র 31,880 টাকা! শুধু এখানেই শেষ নয়, চাইলে এই ইলেকট্রিক স্কুটারটি আপনি EMI-তে ক্রয় করতে পারবেন। পাশাপাশি লোনের মাধ্যমেও আপনি গাড়িটি নিজের করে নিতে পারবেন।