দুর্মূলের বাজারে মধ্যবিত্তের স্বস্তি দিতে অবশেষে নয়া পদক্ষেপ গ্রহণ করেছে MG Comet। জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে বর্তমানে গ্রাহকদের দৃষ্টি এখন ইলেকট্রিক গাড়ির দিকে। সবচেয়ে কম খরচে অধিক দূরত্ব অতিক্রম করা সম্ভব বলে আজকাল ভারতীয় বাজারে ইলেকট্রিক চাহিদা ক্রমবর্ধমান বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে ভারতীয় কোম্পানি টাটা একাধিক ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে বিশ্ববাজারে। তবে এবার টাটার সেই গাড়ির সাথে পাল্লা দিতে বাজারে নতুন প্রতিযোগিতা সৃষ্টি করেছে MG।
আমরা আপনাদের জানিয়ে রাখি, মরিস গ্যারেজ চলতি বছরের এপ্রিল মাসে তাদের নতুন বৈদ্যুতিক গাড়ি Comet লঞ্চ করেছে। গাড়িটির বুকিং 15 মে থেকে শুরু হয়েছে এবং এর ডেলিভারিও 22 মে থেকে শুরু হয়েছে। গাড়িটির দুর্দান্ত ফির্চাস ইতিমধ্যে মানুষের মনে জায়গা করে নিতে শুরু করেছে। আপনি চাইলে দুর্দান্ত এই গাড়িটি শো-রুম থেকে 10 লাখের কম মূল্যে ক্রয় করতে পারেন।
যদি দুর্দান্ত এই গাড়িটির অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে আপনাদের বলি, কোম্পানি একটি 17.3kWh ব্যাটারি প্যাক ব্যবহার করেছে। যে শক্তিশালী ব্যাটারিটি একবার সম্পূর্ণ চার্জে সর্বমোট 230 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। পাশাপাশি গাড়িটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে মাত্র 6 ঘন্টা। গাড়িটি একবার সম্পূর্ণ চার্জ করতে 100 টাকার মত খরচ হবে বলে দাবি করেছে কোম্পানি। সে ক্ষেত্রে আপনি প্রতি কিলোমিটার রাস্তা 50 পয়সার কম খরচে অতিক্রম করতে পারবেন।
যদি দুর্দান্ত এই গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আপনাদের বলি, তবে এই গাড়িতে স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, কানেক্টেড কার টেক, ডুয়াল এয়ারব্যাগ, স্টেবিলিটি কন্ট্রোল, রিয়ার পার্কিং ক্যামেরা সেন্সর, তাপ নিয়ন্ত্রক যন্ত্র, হেডলাইটের পাশাপাশি একটি ডুয়াল-টোন ফ্রন্ট বাম্পার এবং উইন্ডস্ক্রিনের নীচে একটি LED লাইট বারের মত সুবিধা দেওয়া হয়েছে।