Cheapest e-Car in India: লঞ্চ হলো দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি! এক চার্জেই চলবে 200 কিলোমিটার

ভারতীয় বাজারে নামিদামি ইলেকট্রিক গাড়ির সাথে পাল্লা দিতে এবার PMV ইলেকট্রিক তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করেছে৷ EAS-E নামের এই গাড়িটির প্রধান বৈশিষ্ট্য হলো এটি…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারতীয় বাজারে নামিদামি ইলেকট্রিক গাড়ির সাথে পাল্লা দিতে এবার PMV ইলেকট্রিক তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করেছে৷ EAS-E নামের এই গাড়িটির প্রধান বৈশিষ্ট্য হলো এটি দেশের সবচেয়ে ছোট এবং সস্তা ইলেকট্রিক গাড়ি। আপনাদের জানিয়ে রাখি, EAS-E গাড়িটির বর্তমানে ভারতীয় বাজারে কোন প্রতিদ্বন্দ্বী নেই। বর্তমানে ইলেকট্রিক গাড়ির বাজারে এটাই সবচেয়ে ছোট বাহন। আগামীতে MG Motor এর আসন্ন Air EV গাড়িটিই হবে EAS-E গাড়ির একমাত্র প্রতিদ্বন্দ্বী। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক গাড়িটির দুর্দান্ত কিছু বৈশিষ্ট্য সম্পর্কে-

Advertisements

PMV EaS-E হল দেশের সবচেয়ে ছোট বৈদ্যুতিক গাড়ি যেখানে দুই দুজন পূর্ণবয়স্ক ব্যক্তির সাথে একজন শিশু বসতে পারে। যদি গাড়িটির আকৃতির কথা বলি, তবে এটির দৈর্ঘ্য 2,915 মিমি, প্রস্থ 1,157 মিমি এবং উচ্চতা 1,600 মিমি। গাড়ির হুইলবেস 2,087 মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিমি। এছাড়াও দুর্দান্ত এই গাড়িটির ওজন প্রায় 550 কেজি।

Advertisements

এছাড়াও গাড়িটিতে ডিজিটাল ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি ইউএসবি চার্জিং পোর্ট, এয়ার কন্ডিশনার, রিমোট কীলেস এন্ট্রি এবং রিমোট পার্ক অ্যাসিস্ট, ক্রুজ কন্ট্রোল এবং এয়ারব্যাগের মতো সুবিধা প্রদান করেছে কোম্পানিটি। তাছাড়া গাড়িটির তিন রকম ব্যাটারি ব্যাকআপের সুবিধে রেখেছে PMV। এটি এক চার্জে সর্বোচ্চ 200 কিলোমিটার এবং সর্বনিম্ন 120 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।

যদি আপনি এই গাড়িটি ক্রয় করতে চান সেক্ষেত্রে PMV-র নিজস্ব ওয়েবসাইট থেকে মাত্র 2000 টাকা খরচ করে গাড়িটি বুকিং করতে পারবেন। আপনারা জানলে অবাক হবেন, গাড়িটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার আগেই প্রায় 6000 বুকিং পেয়েছে। আগামী মাসের শেষ লগ্নে গ্রাহকদের কাছে গাড়িটি পৌঁছে দেওয়ার কাজ শুরু করবে PMV।

Advertisements