162 কেজির ধাসু বাইক লঞ্চ করে তাক লাগিয়ে দিল Bajaj Pulsar। ভারত তথা বিশ্ব বাজারে R15-এর বাজার ধ্বংস করতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে কোম্পানিটি। এতকালের সবচেয়ে সেরা স্পোর্টস বাইক নিয়ে হাজির হয়েছে Bajaj Pulsar। ইতিমধ্যে গাড়িটির বিভিন্ন ফির্চাস প্রকাশ্যে আসতেই গ্রাহকদের ভিড় জমেছে গাড়িটি ক্রয় করার জন্য। চলুন আজ এই নিবন্ধে জেনে নেওয়া যাক, দুর্দান্ত এই স্পোর্টস বাইকের অবিশ্বাস্য কিছু ফির্চাস সম্পর্কে-
যদি আমরা আজ আপনাদের Bajaj Pulsar N250 গাড়িটির দুর্দান্ত ফিচার্স সম্পর্কে বলি, তবে এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, 130 কিলোমিটারের টপ স্পিড সমৃদ্ধ এই গাড়িটি 14 লিটারের বিশাল জ্বালানি ট্যাঙ্ক সহ উপলব্ধ রয়েছে ভারতীয় বাজারে। যদি দুর্দান্ত এই গাড়িটির শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে বলি, তবে এই গাড়িতে 249.7cc ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। কোম্পানি তরফ থেকে দাবী করা হয়েছে, শক্তিশালী এই ইঞ্জিনটি 8750 rpm-এ 24 PS শক্তি এবং 6500 rpm-এ 21 Nm টর্ক জেনারেট করে৷
যদি দুর্দান্ত এই গাড়িটির অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে বলি, তবে এই গাড়িতে ব্লুটুথের মাধ্যমে আপনি আপনার স্মার্টফোন যুক্ত করতে পারবেন। যার মাধ্যমে আপনি গাড়িটির সমস্ত নেভিগেশন সিস্টেম কন্ট্রোল করতে পারবেন। পাশাপাশি কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, শক্তিশালী এই গাড়িটি লিটার প্রতি তেলে প্রায় 35 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবে। যদি দুর্দান্ত এই গাড়িটির দামের কথা বলি, তবে দিল্লির এক্স শো-রুমে গাড়িটির বিক্রয় মূল্য ধার্য করা হয়েছে 1,50,432 টাকা। যা অন-রোড মূল্য 170695 টাকায় দাঁড়াবে। যদি গাড়িটি আপনি সবুজ কিস্তির মাধ্যমে সহজ কিস্তির মাধ্যমে ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমে 18,000 টাকা প্রদান করার পাশাপাশি 36 মাসের জন্য মাসিক 5,000 টাকা কিস্তি প্রদান করতে হবে।







