এই মুহূর্তে ভারতীয় বাজারে একাধিক কোম্পানি SUV গাড়ি বিক্রি করছে। যেখানে ভারতের বৃহৎ গাড়ি নির্মাণ কোম্পানি Tata বা Maruti Suzuki-র নাম রয়েছে প্রথম শ্রেণীতে। তবে এবার ভারত তথা পৃথিবীর বিভিন্ন দেশে SUV গাড়ির বাজার দখল করতে বড় পদক্ষেপ নিল গাড়ি নির্মাণ কোম্পানি Hyundai। আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারতীয় বাজারে SUV সিগামেন্টের গাড়ি নির্মাণে বিশেষ পারদর্শীতা দেখিয়েছে Hyundai। বিগত কয়েক মাসে তাদের Hyundai Creta N Line গাড়িটির বিক্রি বেড়েছে বেশ কয়েক গুন। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, Hyundai Creta N Line গাড়িটির দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে-
প্রথমেই যদি দুর্দান্ত এই গাড়িটির ইঞ্জিন সম্পর্কে বলি তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, এই সুপার SUV-তে একটি 2 লিটারের পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 157bhp শক্তি এবং 188nM টর্ক জেনারেট করতে সক্ষম। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, শক্তিশালী এই গাড়িটি 6টি স্পিড ম্যানুয়াল গিয়ারের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। এছাড়া দুর্দান্ত এই গাড়িটিতে এমন একাধিক অত্যাধুনিক বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে, যা আপনাকে একটি প্রিমিয়াম গাড়ির আনন্দ প্রদান করবে।
যদি Hyundai Creta N Line গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্ট্যের কথা বলি, তবে এই গাড়িতে একটি বৃহৎ আকার ডিজিটাল ইন্সট্রুমেন্ট ডিসপ্লে, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোলার, ক্রুজ কন্ট্রোলার, দুর্দান্ত সাউন্ড সিস্টেম সহ একাধিক বৈশিষ্ট্য দেখতে পাবেন। গাড়িটি সম্পূর্ণ কালো রঙে উপলব্ধ হবে। আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারতীয় বাজারে Hyundai Creta-র একাধিক SUV উপলব্ধ থাকলেও Hyundai Creta N Line গাড়িটি লঞ্চ করা হয়েছে সুদূর ব্রাজিলে। দুর্দান্ত এই গাড়িটি আদৌ ভারতের বাজারে লঞ্চ করা হবে কিনা, সে প্রসঙ্গে কোনো রকম তথ্য প্রকাশ করা হয়নি কোম্পানির তরফ থেকে।







