বর্তমানে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে দুর্ভোগে পড়েছে ভারতের সাধারণ মানুষ। ফলে স্বাভাবিকভাবে পেট্রোল ইঞ্জিনের গাড়ি ছেড়ে ইলেকট্রিক গাড়ি অথবা ইলেকট্রিক বাইকের দিকে ঝুঁকছেন তারা। আর বিশাল চাহিদার কথা মাথায় রেখে বর্তমানে ভারতের একাধিক কোম্পানি নিজেদের চিরাচরিত পেট্রোল গাড়ি নির্মাণ ছেড়ে ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন সংস্থার মালিক মুকেশ আম্বানি।
সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, খুব শীঘ্রই ভারতের বাজারে নিজেদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন সংস্থা Jio। জানা গেছে, Jio R এবং Jio R Pro মডেলের দুটি ইলেকট্রিক স্কুটার একসাথে লঞ্চ করবে কোম্পানিটি। এদিকে ইলেকট্রিক স্কুটার গুলো লঞ্চ হওয়ার পূর্বেই গাড়ি দুটির একাধিক চোখ ধাঁধানো ফির্চাস প্রকাশ্যে এসেছে।
যদি দুর্দান্ত এই গাড়িটির অবাক করা বৈশিষ্ট্য সম্পর্কে বলি তবে জানলে অবাক হবেন যে, লিথিয়াম আয়ন ব্যাটারী যুক্ত Jio Electric Scooter টি এক চার্জে সর্বোচ্চ 75KM রাস্তা অতিক্রম করতে সক্ষম। তাছাড়া নতুন এই ইলেকট্রিক স্কুটার 10টি ভিন্ন রঙে ভারতের বাজারে উপলব্ধ হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।
কিভাবে কিনবেন Jio Electric Scooter?
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, গাড়িটি ক্রয় করতে হলে আপনাকে প্রথমে জিওর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। সেখান থেকে একটি আইডি নম্বার দেওয়া হবে আপনাকে। যেটি নিয়ে পার্শ্ববর্তী কোন জিও-র ডিজিটাল সেন্টারে যেতে হবে। সেখানে আপনার কুপন অনুসারে অর্ডার নিশ্চিত করবেন জিও-র কর্মকর্তারা। এরপর নির্দিষ্ট দিনে বাড়ি বসেই মাত্র 17 হাজার টাকায় পেয়ে যাবেন আপনার স্বপ্নের গাড়িটি।
তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন সংস্থা জিও-র তরফ থেকে এখনও পর্যন্ত Jio Electric Scooter-এর উপস্থিতি নিয়ে কোন ধরনের তথ্য প্রকাশ করা হয়নি। ফলে স্বাভাবিকভাবেই বলা যেতে পারে উপরে বর্ণিত সকল তথ্য সম্পূর্ণরূপে কাল্পনিক।