1999 সালে ভারতে লঞ্চ হওয়া গাড়িটি বর্তমানে বিশ্ববাজার উত্তপ্ত করে রেখেছে। জানলে অবাক হবেন, Maruti WagonR লঞ্চ হবার পর থেকে এখনও পর্যন্ত প্রায় 3 মিলিয়ন গাড়ি বিক্রি হয়েছে। যেখানে বিগত 16 বছর অর্থাৎ 2015 সাল পর্যন্ত এই গাড়িটি বিক্রি হয়েছে 1.5 মিলিয়নের মত। তবে বাকি 1.5 মিলিয়ন গাড়ি বিক্রি করতে কম্পানির সময় লেগেছে মাত্র 8 বছর। ফলে স্বাভাবিকভাবে বিশ্ববাজারে Maruti WagonR গাড়ির চাহিদা অত্যাধিক বেড়েছে, সে কথা বলে দিতে হয় না।
ভারত তথা বিশ্ব বাজারে গাড়িটির চাহিদার কথা বিবেচনা করে এবার নতুন পদক্ষেপ নিয়েছে Maruti। নতুন রূপে গাড়িটি ফের বিশ্ব বাজারে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছে কোম্পানির কর্মকর্তারা। মনে করা হচ্ছে, নতুন এই গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্ট্যের জন্য এর দাম পুরনো মডেলের চেয়ে সামান্য বেশি হবে। তবে গাড়িটি কবে নাগাদ ভারতীয় বাজারে লঞ্চ করা হবে সে বিষয়ে কোনো রকম তথ্য প্রকাশ করেনি কোম্পানির কর্মকর্তারা।
যদি দুর্দান্ত এই গাড়িটির ইঞ্জিন সম্পর্কে বলি, তবে Maruti WagonR 2023 1.0 লিটার পেট্রোল ইঞ্জিনের সাথে উপলব্ধ হবে। পাশাপাশি CNG মোডের ব্যবহার দেখা যেতে পারে গাড়িটিতে। আপনাদের জানিয়ে রাখি, CNG মোডে সর্বোচ্চ 57bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম হবে। নতুন এই গাড়িটি 1.0L পেট্রোল ইঞ্জিন 24.35kmpl (MT) এবং 25.19kmpl (AMT) মাইলেজ দেবে, যেখানে পুরোনো মডেলের Maruti WagonR-এর 1.2L পেট্রোল ইঞ্জিনে 23.56kmpl (MT) এবং 24.43kmpl (AMT) মাইলেজ দিতে সক্ষম।
যদি গাড়িটির অভ্যন্তরীণ ডিজাইনের কথা বলি, তবে গাড়িটির ভেতরের অংশ কালো অথবা নীল কালারের হতে পারে। ইনফোটেইনমেন্ট স্ক্রিনটি পুরনো গাড়ির মতো অর্থাৎ 9 ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হবে। নিরাপত্তার কথা ভেবে Maruti WagonR 2023 মডেলে Stingray HUD, ADAS, 360-ডিগ্রি পার্কিংয়ের মতো সুবিধাগুলো লক্ষ্য করা যেতে পারে বলে মনে করা হচ্ছে৷ মনে করা হচ্ছে, চলতি বছরের শেষ লগ্নে গাড়িটি লঞ্চ করা হতে পারে ভারতীয় বাজারে।