Yamaha RX 100: বুলেটের বাজার ধ্বংশ করতে প্রস্তুত Yamaha RX 100, দেখুন গাড়িটির চোখ ধাঁধানো ফির্চাস

ভারতীয় বাজারে Royal Enfield-এর রমরমা বন্ধ করতে নতুন উদ্যোগ নিল Yamaha। খুব শীঘ্রই এই গাড়ি নির্মাণ কোম্পানিটি সম্পন্ন বুলেটের মডেলে অত্যাধুনিক গাড়ি লঞ্চ করতে চলেছে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারতীয় বাজারে Royal Enfield-এর রমরমা বন্ধ করতে নতুন উদ্যোগ নিল Yamaha। খুব শীঘ্রই এই গাড়ি নির্মাণ কোম্পানিটি সম্পন্ন বুলেটের মডেলে অত্যাধুনিক গাড়ি লঞ্চ করতে চলেছে ভারতীয় বাজারে। গাড়ি বিশেষজ্ঞরা মনে করছেন, Yamaha যে গাড়িটি বাজারে আনতে চলেছে তা গাড়ি প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠবে। সূত্রের খবর, গাড়িটিতে একাধিক নতুন ফির্চাস যুক্ত করতে চলেছে গাড়ি নির্মাণ এই প্রতিষ্ঠানটি।

Advertisements

যারা Yamaha বাইকে Royal Enfield-এর অনুভব নিতে চান, এবার তাদের খুব শীঘ্রই সেই অনুভব প্রদান করতে চলেছে গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানটি। Yamaha-র তরফে জানানো হয়েছে, গাড়িটি অত্যন্ত শক্তিশালী হবে। তবে গাড়িটিতে কি ধরনের ইঞ্জিন ব্যবহার করা হবে সে সম্পর্কে কোনো রকম তথ্য প্রদান করেনি Yamaha। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, Royal Enfield 350cc ইঞ্জিনের চেয়েও ভালো ইঞ্জিন ব্যবহার করা হবে গাড়িটিতে।

Advertisements

দুর্দান্ত ইঞ্জিনের পাশাপাশি একাধিক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হচ্ছে Yamaha RX 100 গাড়িতে। যার মধ্যে থাকতে চলেছে মনিটর, ক্রুজ কন্ট্রোল এবং ABS ব্রেকের মত অত্যাধুনিক সিস্টেম। যা আপনাকে এবং আপনার গাড়িকে অধিক নিরাপত্তা প্রদান করবে। তাছাড়া এই গাড়িটিতে একটি একক ইউনিট ফ্ল্যাট সিট, একটি অ্যানালগ যন্ত্র ক্লাস্টার, ক্রোম ফেন্ডার, এক্সজস্ট এবং একটি হেডল্যাম্প কেসিংয়ের মতো সুবিধা প্রদান করতে চলেছে কোম্পানিটি।

দুর্দান্ত বৈশিষ্ট্যের সাথে গাড়িটি কয়েকটি ভিন্ন রঙে উপলব্ধ হবে ভারতীয় বাজারে। যদি দুর্দান্ত এই গাড়িটির দামের কথা বলি, সে ক্ষেত্রে Royal Enfield-এর চেয়েও অনেক কম মূল্যে গাড়িটি ক্রয় করতে পারবেন আপনি। নতুন এই বাইকের দাম 1.5 লক্ষ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদি গাড়িটির লঞ্চের তারিখের কথা বলি, তবে 2026 সালের মধ্যে গাড়িটি উপলব্ধ হবে ভারতীয় বাজারে।

Advertisements