Bajaj Pulsar-এর অবাক সৃষ্টি গাড়ির রানী Pulsar N250 আজকেই কিনুন মাত্র পাঁচ হাজার টাকায়! অফারটি শোনার পর নিশ্চয়ই আপনি কল্পনা করতে পারছেন না, কিভাবে এই গাড়িটি আপনি মাত্র ৫ হাজার টাকায় ক্রয় করতে পারবেন। আজ এই নিবন্ধে আমরা আপনাদের সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য দিতে চলেছি। তার আগে জেনে নিন গাড়িটির চোখ ধাঁধানো ফির্চাস সম্পর্কে।
বর্তমানে ভারতীয় বাজারে Bajaj Pulsar একটি জনপ্রিয় গাড়ি নির্মাণ কোম্পানি। এর একাধিক মডেলের গাড়ি ইতিমধ্যে ভারতীয় তরুণদের মনে জায়গা করে নিয়েছে। ড্যাশিং লুক এবং তেল সার্ভিসের দিকে তাকিয়ে ভারতীয় বাজারে এই গাড়িটির জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। সূত্রের খবর, বিগত এক বছরে ভারতীয় বাজারে বুলেটের পরে সর্বাধিক বিক্রি হয়েছে Bajaj Pulsar-এর বিভিন্ন মডেলের গাড়ি। আজ আমরা Bajaj Pulsar-এর Pulsar N250 মডেলের গাড়িটির বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের জানতে চলেছি।
যদি শক্তিশালী এই গাড়িটির ইঞ্জিন সম্পর্কে আপনাদের বলি, তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে 249.7cc শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটি 8750 rpm-এ 24 PS শক্তি এবং 6500 rpm-এ 21 Nm টর্ক জেনারেট করে৷ যা গাড়িটিকে সর্বোচ্চ 134 কিলোমিটার বেগে ছুটতে সাহায্য করে। পাশাপাশি এই গাড়িতে 14 লিটার জ্বালানী ধারণ ক্ষমতাসম্পন্ন একটি ট্যাঙ্ক রয়েছে। যা গাড়িটিকে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সাহায্য করে।
যদি দুর্দান্ত এই গাড়িটির দামের কথা বলি, সেক্ষেত্রে দিল্লিতে Bajaj Pulsar N250-এর এক্স-শোরুম মূল্য 1,50,432 টাকা। যা আপনি কেনার সময় রোড ট্যাক্স সহ প্রায় 1,70,695 টাকায় গিয়ে দাঁড়াবে। তবে আপনি চাইলে গাড়িটি সহজ কিস্তিতে ক্রয় করতে পারবেন। সে ক্ষেত্রে আপনাকে মাত্র 18,000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে। পাশাপাশি 36 মাসের কিস্তি অনুযায়ী মাসিক 5,098 টাকা EMI প্রদান করতে হবে আপনাকে।