Maruti Alto: নতুন রূপে বাজারে আসতে চলেছে Maruti Alto, কিলার লুকে ধ্বংস করবে Tata-Hyundai-র ভবিষ্যৎ

দুই দশকের পুরনো গাড়ি Maruti Alto ফের নতুন রূপে বিশ্ববাজার কাপাতে সম্পূর্ণরূপে প্রস্তুত। আগামী বছরের শুরুতে ভারতীয় বাজারে প্রবেশ করবে Maruti Alto 2023। গাড়ি নির্মাণ…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

দুই দশকের পুরনো গাড়ি Maruti Alto ফের নতুন রূপে বিশ্ববাজার কাপাতে সম্পূর্ণরূপে প্রস্তুত। আগামী বছরের শুরুতে ভারতীয় বাজারে প্রবেশ করবে Maruti Alto 2023। গাড়ি নির্মাণ কোম্পানি Maruti Suzuki তাদের এক বিজ্ঞপ্তিতে একথা নিশ্চিত করেছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, চলতি বছরের শেষ লগ্নে জাপানের বাজারে গাড়িটি পরীক্ষা মূলকভাবে বিক্রি শুরু করবে তারা।

আমরা আপনাদের জানিয়ে রাখি, 2000 সালে Maruti Suzuki তাদের শক্তিশালী গাড়ি Alto বিক্রি শুরু করেছিল। এরপর গাড়িটি লক্ষাধিক ইউনিট বিক্রি করেছে তারা। তবে সম্প্রতি সেই গাড়ির বিক্রির পরিমাণ বেশ কিছুটা কমেছে। এর প্রধান কারণ Maruti Suzuki ড্রিম কার SUV বেশি পছন্দ করতে শুরু করেছে গ্রাহকরা। ফলে Maruti Alto 800 গাড়িটির বিক্রির পরিমাণ বেশ কিছুটা হ্রাস পেয়েছে।

এবার গাড়ি নির্মাণ কোম্পানি Maruti Suzuki সেই ঘাটতি পূরণ করতে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। তারা তাদের জনপ্রিয় গাড়ি Maruti Alto কে নতুন রূপে পেশ করতে চলেছে গ্রাহকদের জন্য। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, বর্তমান প্রযুক্তির সাথে সঙ্গতি রেখে গাড়িটির ডিজাইনে বিশেষ পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি গাড়িটির ইন্টেরিয়ার ডিজাইনেও বিশেষ পরিবর্তন আনা হবে বলে জানানো হয়েছে।

যদিও Maruti Suzuki তাদের শক্তিশালী গাড়িটির ইঞ্জিন সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ্যে আনেনি। গাড়ি বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন ডিজাইন করা গাড়িতে ফ্রন্ট গ্রিল, হেডল্যাম্প, টুইকড বাম্পার এবং একটি নতুন টেইল্যাম্প ক্লাস্টার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ডাবল এয়ার ব্যাগ, ABS ব্রেকিং সিস্টেম, রিভার্স পার্কিং সেন্সর, স্পিড অ্যালার্ট সিস্টেমের মত উন্নত প্রযুক্তি লক্ষ্য করা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisements
Advertisements