বর্তমানে ভারতের নিউক্লিয়ার পরিবারের প্রধান চাহিদার বিষয়বস্তু হয়ে উঠেছে একটি স্কুটার। পরিবারের পুরুষদের পাশাপাশি নারীরাও ড্রাইভ করতে পারেন বলে বাইকের বদলে বেশিরভাগ পরিবার এখন স্কুটারের দিকে বেশি দৃষ্টি দিচ্ছে। তাও যদি হয় ইলেকট্রিক স্কুটার, তবে তো কোন কথাই নেই। জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কথা বিবেচনায় রেখে বর্তমানে ভারতের মধ্যবিত্ত পরিবার ইলেকট্রিক স্কুটার কিনে নিজেদের শখ পূরণ করছে।
আপনি যদি একটি দুর্দান্ত ইলেক্ট্রিক স্কুটার কিনতে চান, তবে এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা এই নিবন্ধে এমন একটি ইলেকট্রিক স্কুটার সম্পর্কে আপনাদের জানাতে চলেছি, যার দুর্দান্ত ফির্চাস দেখলে অবাক হয়ে যাবেন আপনিও। হ্যাঁ আমরা গাড়ি নির্মাণ কোম্পানি Here-র নতুন ইলেকট্রিক স্কুটার Hero Nyx HX-এর দাম এবং দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের জানতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
গাড়ি নির্মাণ কোম্পানি Hero তাদের নতুন ইলেক্ট্রিক স্কুটার Hero Nyx HX-এ 1.536 kWh লিথিয়াম আয়ন ব্যাটারী ব্যবহার করেছে। যা একবার ফুল চার্জে 165 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে বলে দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে। যদি ফুল চার্জের কথা বলি, তবে মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টা সময়ের মধ্যে নতুন এই ইলেকট্রিক স্কুটারের চার্জিং প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।
যদি টপ স্পিডের কথা বলি, তবে Hero Nyx HX সর্বোচ্চ 42 কিলোমিটার গতিতে চলতে পারে। যদি গাড়িটির বেস ভেরিয়েন্টের কথা বলি, তবে এক চার্জে 86 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম। যে গাড়িটি আপনি এক্স শোরুম থেকে 64,640 টাকায় কিনতে পারবেন। যদি গাড়িটির সবচেয়ে সেরা ভেরিয়েন্ট মডেলটি আপনি ক্রয় করেন, সে ক্ষেত্রে আপনাকে 1,09,440 টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে।