MG Comet EV: এক চার্জে চলবে ‘ঢাকা টু কলকাতা!’ এক নজরে দেখে নিন, এই গাড়িটির দাম এবং অবিশ্বাস্য ফির্চাস

বর্তমানে ভারতীয় বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা তুমুল জনপ্রিয় অর্জন করেছে। টাটার একাধিক ইলেকট্রিক গাড়ি বাজারে উপলব্ধ থাকলেও গ্রাহকদের জন্য উপহারের দরজা খুলে দিয়েছে গাড়ি নির্মাণ…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে ভারতীয় বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা তুমুল জনপ্রিয় অর্জন করেছে। টাটার একাধিক ইলেকট্রিক গাড়ি বাজারে উপলব্ধ থাকলেও গ্রাহকদের জন্য উপহারের দরজা খুলে দিয়েছে গাড়ি নির্মাণ কোম্পানি মরিস গ্যারেজ (MG)। কোম্পানির দাবি, খুব শীঘ্রই ভারতের বাজারে সবচেয়ে কম দামের ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে তারা। শুধু তাই নয়, গাড়িটির ডিজাইন এবং এর অবিশ্বাস্য ফির্চাস গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলেও মনে করছেন কোম্পানির কর্মকর্তারা।

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারতের বাজারে Tata Motors ইলেকট্রিক গাড়ির জগতে একাই রাজত্ব করছে। যদি মরিস গ্যারেজ গাড়ির দূর্দান্ত ফির্চাস সম্পর্কে বলি, তবে এই গাড়িটি লম্বায় মাত্র 2.9 মিটার এবং মাত্র দুটি দরজার ব্যবস্থা থাকবে এই গাড়িটিতে। শুধু তাই নয়, কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে গাড়িটির দাম হবে মধ্যবিত্তের নাগালের মধ্যে। ভারতের বাজারে লঞ্চ হতে চলা এই গাড়িটি দেশের যেকোনো শোরুম থেকে 10 লক্ষ টাকার কম মূল্যে গাড়িটি ক্রয় করা যাবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

Advertisements

যদি এই গাড়িটির আরও বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে দুই আসন বিশিষ্ট এই গাড়িতে সুরক্ষার কথা বিশেষভাবে মাথায় রেখেছে নির্মাণ কোম্পানিটি। এতে ডুয়াল এয়ারব্যাগ, ABS, EBD এবং রিয়ার পার্কিংয়ের মত সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি যদি ব্যাটারির কথা বলি, তবে এই গাড়িটি দুটি ভেরিয়েন্টে উপলব্ধ হবে ভারতীয় বাজারে। এন্ট্রি-লেভেল ভেরিয়েন্টে সিঙ্গেল চার্জিংয়ে 200KM রেঞ্জ পাবেন গ্রাহকরা, যার ব্যাটারি প্যাক হবে 17.3kWh এবং MG ধূমকেতুর হাই-এন্ড ভেরিয়েন্ট এক চার্জে 300KM রাস্তা অতিক্রম করবে যাতে একটি 26.7kWh ব্যাটারি প্যাক ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

Advertisements