রতন টাটার স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে ভারতের মাটিতে। এবার বাজারে আসছে তার স্বপ্নের রাজকন্যা। তবে ডিজেল গাড়ির মাধ্যমে নয়, বরং Tata Nano ইলেকট্রিক ভার্সন বাজারে আনতে চলেছে ভারতের এই গাড়ি নির্মাণ কোম্পানিটি। বর্তমানে তেলের মূল্যবৃদ্ধি ঘুম ওড়াচ্ছে মধ্যবিত্তের। সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি গাড়ির কেনার শখ পূরণ করলেও তেলের উর্ধ্বমূল্যের কারণে বেশিরভাগ গাড়ি প্রেমিরা তা চালাতে ভয় পাচ্ছেন। এমন পরিস্থিতিতে সবচেয়ে কম মূল্যে দুর্দান্ত বৈশিষ্ট্যের ইলেকট্রিক গাড়ি বাজারে আনার পুরো পরিকল্পনা সেরে ফেলেছে টাটা মোটর্স।
বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, টাটা ন্যানোর ইলেকট্রিক ভার্সন এই গাড়িটি হবে ভারতের বাজারে সবচেয়ে ছোট ইলেকট্রিক গাড়ি। যার দুর্দান্ত ডিজাইন এবং অবিশ্বাস্য ফিচার্স মুগ্ধ করবে গ্রাহকদের। বিশেষ করে দুর্দান্ত এই গাড়িতে শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করার জন্য দূর হবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির দুশ্চিন্তা।
আমরা আপনাদের জানিয়ে রাখি, Tata Nano Electric গাড়িতে 15.5 kWh ক্ষমতার লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হতে পারে। যা গাড়িটিকে এক চার্জে সর্বোচ্চ 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সাহায্য করবে বলেও দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, শক্তিশালী এই গাড়িটি ঘন্টায় 65-85 কিলোমিটার গতিতে ছুটতে পারবে বলে মনে করা হচ্ছে। যদিও গাড়িটির দাম এবং কবে নাগাদ লঞ্চ করা হবে, সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি কোম্পানি।
স্পোর্টস ডিজাইনের এই গাড়িটির যদি কিছু দুর্দান্ত ফির্চাস সম্পর্কে বলি তবে আপনারা জানলে অবাক হবেন যে, Tata Nano EV ইলেকট্রিক গাড়িটিতে পাওয়ার স্টিয়ারিং, এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, ব্লুটুথ, মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে, রিমোট লকিং সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সংযোগ সহ 7-ইঞ্চি টাচস্ক্রিন ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে ইনফোটেইনমেন্ট সিস্টেম, ব্লুটুথ এবং ইন্টারনেট সংযোগের মত দুর্দান্ত ফির্চাস লক্ষ্য করা যাবে।