নতুন অবতারে বাজারে এলো Tata Nano, দেখলে ভুলে যাবেন Maruti Swift-এর নিষ্পাপ চেহারা

এবার আর Maruti Swift নয়, বরং টাটা ন্যানোর দুর্দান্ত লুক দেখলে প্রেমে পড়ে যাবেন আপনিও। আজ্ঞে হ্যাঁ, Maruti Swift-এর নিষ্পাপ চেহারার বিকল্প হিসেবে ভারতের বাজারে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

এবার আর Maruti Swift নয়, বরং টাটা ন্যানোর দুর্দান্ত লুক দেখলে প্রেমে পড়ে যাবেন আপনিও। আজ্ঞে হ্যাঁ, Maruti Swift-এর নিষ্পাপ চেহারার বিকল্প হিসেবে ভারতের বাজারে নিজেদের সেরা গাড়ি লঞ্চ করতে চলেছে ভারতীয় গাড়ি নির্মাণ কোম্পানি টাটা। গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, এটাই হবে ভারতের বাজারে সবচেয়ে কম দামের 5 সিটার ইলেকট্রিক গাড়ি। আজ্ঞে হ্যাঁ, খুব শীঘ্রই ভারতের বাজার কাঁপাতে নতুন অবতারে নিজেদের টাটা ন্যানোর ইলেকট্রিক ভার্সন লঞ্চ করতে চলেছে কোম্পানিটি।

Advertisements

জানা যাচ্ছে, কোম্পানি তাদের এই গাড়িতে তিনটি ড্রাইভ মোড দিতে পারে। যার মধ্যে প্রথমটি হতে পারে ইকো, দ্বিতীয়টি নরমাল এবং তৃতীয়টি হতে পারে স্পোর্টস। পাশাপাশি স্পোর্টস গাড়ির মতো বাহ্যিক লুক প্রদান করা হবে গাড়িটিতে। এখানেই শেষ নয়, ড্যাশিং লুকের পাশাপাশি একাধিক অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্ত করণ করা হবে দুর্দান্ত এই গাড়িটিতে।

Advertisements

বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, টাটা ন্যানোর এই নতুন ইলেকট্রিক গাড়িটি এক চার্চে সর্বোচ্চ 150-200 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম হবে। তাছাড়া গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 65-85 কিলোমিটার হবে বলে ধারণা করা হচ্ছে। 5 লাখের চেয়েও কম দামে র দুর্দান্ত এই গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্ট্য গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এছাড়া যদি দুর্দান্ত এই ইলেকট্রিক গাড়ির চোখ ধাঁধানো ফির্চাস সম্পর্কে বলি, তবে Tata Nano EV গাড়িটিতে পাওয়ার স্টিয়ারিং, এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, ব্লুটুথ, মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে, রিমোট লকিং সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সংযোগ সহ 7-ইঞ্চি টাচস্ক্রিন ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে ইনফোটেইনমেন্ট সিস্টেম, ব্লুটুথ এবং ইন্টারনেট সংযোগের মত দুর্দান্ত সুবিধা লক্ষ্য করা যাবে বলে মনে করা হচ্ছে।

Advertisements