Tata Nano EV: রতন টাটার রাজকন্যা Tata Nano আসছে নতুন রূপে, দেখে নিন গাড়িটির দাম এবং দুর্দান্ত ফির্চাস

বর্তমানে বিশ্ববাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমূলের কারণে মধ্যবিত্তের প্রধান চাহিদা হয়ে উঠেছে একটি ইলেকট্রিক গাড়ি। আর ভারতের বাজারে সেই চাহিদা পূরণের প্রচেষ্টা করছে টাটা মোটরস্। আমরা…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে বিশ্ববাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমূলের কারণে মধ্যবিত্তের প্রধান চাহিদা হয়ে উঠেছে একটি ইলেকট্রিক গাড়ি। আর ভারতের বাজারে সেই চাহিদা পূরণের প্রচেষ্টা করছে টাটা মোটরস্। আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারতের বাজারে ইলেকট্রিক সেগমেন্টে Tata এর Tigor EV, Xpres-T এবং Nexon EV মডেলের গাড়ি রয়েছে। যার মধ্যে Tata Nexon EV সবচেয়ে বেশি বিক্রি হওয়া ইলেকট্রিক গাড়ি।

Advertisements

তবে এবার ইলেকট্রিক গাড়ির জগতে বিস্ময়কর পদক্ষেপ খেলতে চলেছে রতন টাটার কোম্পানিটি। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া একটি ভিডিওতে রতন টাটাকে একটি ইলেকট্রিক ন্যানো গাড়ি চালাতে দেখা গেছে। যেটি দেখার পর স্বাভাবিকভাবেই জনসাধারণের মনে প্রশ্ন উঠেছে, তবে কি এবার রতন টাটার স্বপ্নের প্রকল্প ‘টাটা ন্যানো’-র ইলেকট্রিক ভার্সন বাজারে আসতে চলেছে?

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে Tata Nano EV গাড়ির প্রসঙ্গে একাধিক তথ্য প্রকাশিত হয়েছে। যেখানে দুর্দান্ত এই গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্ট্য এবং দামের কথা আলোচনায় উঠে এসেছে। বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে,Tata Nano-কে আগামী সময়ে রাস্তায় দেখা যাবে Jayem Neo নামে।

যদি দুর্দান্ত এই গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্ট্যের কথা বলি, তবে এই গাড়িতে 72 ভোল্টের লিথিয়াম আয়নের একটি শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। যেটি গাড়িটিকে এক চার্জে 200 রেঞ্জ দিতে সাহায্য করবে। তাছাড়া ডিজেল চালিত টাটা ন্যানোর চেয়েও ডিজাইনে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে নতুন ইলেকট্রিক গাড়িতে। যদি দামের কথা বলি, তবে এই গাড়িটি আপনি 5 লাখেরও কম মূল্যে ক্রয় করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

Advertisements