My Ami Buggy Electric Car: লঞ্চ হল ‘টাটা ন্যানো’ আকারের দুর্দান্ত ইলেকট্রিক গাড়ি, ফির্চাস দেখলে পাগল হয়ে যাবেন আপনি

দেশে বর্তমানে বৈদ্যুতিক গাড়ির ছোঁয়া লেগেছে প্রত্যেকটি মানুষের মনে। জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে মূলত ইলেকট্রিক গাড়ি কিনতে বেশি আগ্রহ দেখাচ্ছেন গ্রাহকরা। বর্তমানে ভারতীয় বাজারে যদি…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

দেশে বর্তমানে বৈদ্যুতিক গাড়ির ছোঁয়া লেগেছে প্রত্যেকটি মানুষের মনে। জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে মূলত ইলেকট্রিক গাড়ি কিনতে বেশি আগ্রহ দেখাচ্ছেন গ্রাহকরা। বর্তমানে ভারতীয় বাজারে যদি ইলেকট্রিক গাড়ির কথা বলি, তবে Tata একমাত্র কোম্পানি যারা একাধিক মডেলের ইলেকট্রিক গাড়ি বিক্রি করছে। খুব শীঘ্রই বিশ্ববাজারে ভারত তথা বিশ্ব বাজারে নিজেদের বহু আলোচিত গাড়ি ‘টাটা ন্যানোর’ ইলেকট্রিক ভার্সন লঞ্চ করতে চলেছে Tata। তবে বিশ্ব বাজারে টাটা ন্যানোর একাধিক প্রতিযোগীর মধ্যে প্রকাশ্যে এলো নতুন প্রতিদ্বন্দ্বীর নাম।

Advertisements

জানা গেছে, খুব শীঘ্রই ইউরোপের বেশ কয়েকটি দেশে প্রথম ইমপ্যাক্ট ইলেকট্রিক গাড়ি My Ami Buggy লঞ্চ হতে চলেছে। কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে, তাদের এই গাড়িটি গ্রাহকদের চাহিদা অনুসারে ডিজাইন করা হয়েছে। যা ড্রাইভ করার সময় দারুন অনুভূতি হবে। গাড়িটির লুকিংয়ের ক্ষেত্রেও বিশেষ পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। খাকি এবং কালো রঙের সংমিশ্রণে পাওয়া যাবে দুর্দান্ত এই ইলেকট্রিক গাড়িটি।

Advertisements

পৃথিবীর অন্যতম ছোট এই গাড়িটির দুর্দান্ত ব্যাটারি সম্পর্কে যদি বলি, তবে এই গাড়িতে 5.4kWh-এর একটি বিশাল ব্যাটারি ভান্ডার ব্যবহার করা হয়েছে। যা এক চার্জে সর্বোচ্চ 75 কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে, My Ami Buggy গাড়িটি সর্বোচ্চ 45 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। যদি দুর্দান্ত এই গাড়ির দামের কথা বলি, তবে ভারতীয় বাজারে গাড়িটির প্রারম্ভিক মূল্য হতে পারে প্রায় 10 লাখ টাকা। এদিকে কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, দুর্দান্ত এই ইলেকট্রিক গাড়িটি মাত্র 1000 ইউনিট বিক্রি করবে তারা। ফলে ভারতীয় বাজারে আদৌ গাড়িটি উপলব্ধ হবে কিনা তা নিয়ে বিশেষ সন্দেহ রয়েছে গাড়ি প্রেমীদের।

Advertisements