Electric Scooter: শো-রুম থেকে মাত্র 31 হাজারে কিনুন এই ইলেকট্রিকে স্কুটার, রয়েছে জমকালো ফির্চাস

বর্তমানে ভারতীয় বাজারে দিনের পর দিন যে জিনিসটির চাহিদা আকাশচুম্বী হয়ে উঠছে সেটি আর কিছুই নয় বরং একটি ইলেকট্রিক স্কুটার। মধ্যবিত্ত থেকে শুরু করে ভারতের…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে ভারতীয় বাজারে দিনের পর দিন যে জিনিসটির চাহিদা আকাশচুম্বী হয়ে উঠছে সেটি আর কিছুই নয় বরং একটি ইলেকট্রিক স্কুটার। মধ্যবিত্ত থেকে শুরু করে ভারতের প্রতিটা বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে স্কুটার অন্যতম হয়ে উঠেছে। বিশাল মার্কেটের দিকে লক্ষ্য রেখে প্রতিটা গাড়ি নির্মাণ কোম্পানি সবচেয়ে কম বাজেটের মধ্যে নিজেদের সেরা স্কুটার গ্রাহকদের হাতে তুলে দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে।

বাজারে যখন ইলেকট্রিক স্কুটারের চাহিদা তুঙ্গে, তখন একজন গ্রাহক হিসেবে নিঃসন্দেহে আপনার মনে প্রশ্ন আসতে পারে বর্তমানে ভারতীয় বাজারের সেরা স্কুটার কোনটি এবং তার মাইলেজ কত? আজ আমরা এই নিবন্ধে এমন একটি স্কুটার সম্পর্কে আপনাদের জানাতে চলেছি, যার দাম এবং বৈশিষ্ট্য দেখলে চমকে যাবেন আপনিও।

Advertisements

আজ আমরা Ujaas কোম্পানি দ্বারা নির্মিত ভারতের সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার ‘উজাস ইজি’ সম্পর্কে আপনাদের জানাতে চলেছি। 60V/28Ah দুর্দান্ত ব্যাটারি প্যাকেজের সাথে এই স্কুটারটি বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। যেখানে আপনি এক চার্জে সর্বোচ্চ 60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবেন।

স্কুটারটিতে একটি 250 ওয়াটের মোটর ব্যবহার করেছে কোম্পানিটি। যা আপনাকে একটি দীর্ঘ ও মনোরম ভ্রমন দিতে সক্ষম। পাশাপাশি স্কুটারের ডিজাইনে বেশ কিছু নজর কাড়া পরিবর্তন এনেছে Ujaas। যদি দামের কথা বলি, তবে এই স্কুটারটির এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে 31,880 টাকা। আপনি চাইলে 1024 টাকার মাসিক কিস্তিতেও ক্রয় করতে পারবেন।

Advertisements
Advertisements