জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে বর্তমানে প্রত্যেকটি গাড়ি নির্মাণ কোম্পানি ডিজেল কিংবা পেট্রোল গাড়ি ছেড়ে ইলেকট্রিক গাড়ি নির্মাণে দৃষ্টি দিয়েছে। ভারতের গাড়ি নির্মাণ কোম্পানি Ola ইতিমধ্যে তাদের একাধিক ইলেকট্রিক স্কুটার ভারতের বাজারে লঞ্চ করেছে। Ola বর্তমানে দেশের সবচেয়ে উন্নত ইলেক্ট্রিক স্কুটার তুলে দিচ্ছে গ্রাহকদের হাতে। এক কথায়, ভারতীয় বাজারে আলাদা তুফান এনে দিয়েছে ইলেকট্রিক গাড়ি নির্মাণ কোম্পানি Ola।
জানলে অবাক হবেন, Ola-এর ই-স্কুটারগুলি ব্লুটুথ সংযোগ, কল এবং বার্তা সতর্কতা, হাইপারচার্জিংয়ের মতো সহ সম্পূর্ণ টাচস্ক্রিন ডিসপ্লের মত সুবিধা প্রদান করছে। যা গ্রাহকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলছে স্কুটার গুলোকে। বর্তমানে এই গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানটি বর্তমানে দুটি মডেলের ইলেকট্রিক স্কুটার বিক্রি করছে ভারতীয় বাজারে। যার মধ্যে তাদের জনপ্রিয় মডেল Ola S1 Pro স্কুটারটি বিক্রয়ের জন্য অবিশ্বাস্য অফার ঘোষণা করেছে।
কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, Ola তাদের জনপ্রিয় মডেল S1 Pro ইলেকট্রিক স্কুটার গ্রাহকদের আগামী ১০ দিনের জন্য বিরাট এই অফারটি দিতে চলেছে। আগামী 16 এপ্রিল পর্যন্ত গ্রাহকরা শোরুম মূল্যের চেয়ে 5,000 টাকা কম মূল্যে গাড়িটি ক্রয় করতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে গাড়িটির শোরুম মূল্য 1.30 লক্ষ টাকা। যদি আগামী 16 এপ্রিলের মধ্যে কোন গ্রাহক গাড়িটি ক্রয় করেন তবে 1.25 লক্ষ টাকা কিনতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারটি।
যদি গাড়িটির বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে আমরা আপনাদের জানিয়ে রাখি Ola S1 Pro বৈদ্যুতিক স্কুটারটি একটি 4 kWh লিথিয়াম-আয়ন ব্যাটারির সঙ্গে বাজারে উপলব্ধ রয়েছে। যা একবার সম্পূর্ণ চার্জে 181 কিলোমিটার পর্যন্ত রাস্তা অতিক্রম করতে সক্ষম। গাড়িটি 0 থেকে 60 কিলোমিটার গতি তুলতে সর্বোচ্চ 4.5 সেকেন্ড সময় নেয়। তাছাড়া বর্তমানে গাড়িটি ক্রয় করলে গ্রাহকরা স্কুটারের সামনের সাসপেনশন সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারেন বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।