Electric Vehicle: বারবার চার্জ করার ঝামেলা শেষ, মাত্র 12 মিনিটেই ফুল চার্জ হবে এই ইলেকট্রিক স্কুটারে!

বিগত কয়েক বছরে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে ঘুম উড়েছে মধ্যবিত্তের। সারা জীবনের সঞ্চয় করা অর্থ দিয়ে নিজের শখের ভাই অথবা স্কুটার কেনার স্বপ্ন পূরণ করলেও…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বিগত কয়েক বছরে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে ঘুম উড়েছে মধ্যবিত্তের। সারা জীবনের সঞ্চয় করা অর্থ দিয়ে নিজের শখের ভাই অথবা স্কুটার কেনার স্বপ্ন পূরণ করলেও চালাতে ভয় পাচ্ছেন তারা। শুধুমাত্র অতি প্রয়োজনের সময় নিজের শখ পূরণ করছেন ভারতের সাধারণ নাগরিকরা। যদিও এই সমস্যার সমাধান ইতিমধ্যে পেয়েছে একাধিক গাড়ি নির্মাণ কোম্পানি। জ্বালানী তেলের পরিবর্তে এখন ইলেকট্রিক বাইক অথবা স্কুটারে ছেয়ে গেছে গোটা ভারতবর্ষ। সাশ্রয়ী মূল্যের এই স্কুটারে সম্পূর্ণ চার্জ করতে খরচ হয় মাত্র হাতে গোনা কয়েকটি টাকা। যার ফলে চিরাচরিত কোম্পানিগুলি ইতিমধ্যে পেট্রোল অথবা ডিজেল ইঞ্জিনের গাড়ি নির্মাণ বন্ধ রেখে ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করছে।

Advertisements

সাশ্রয়ী মূল্যের এই ইলেকট্রিক গাড়ি বর্তমানে গ্রাহকদের প্রধান চাহিদা হয়ে উঠলেও একাধিক সমস্যা রয়েছে এর একটি গাড়ির। প্রথমত, যে কোন একটি ইলেকট্রিক স্কুটার সম্পূর্ণ চার্জ করতে বর্তমান সময়ে কমপক্ষে 5-6 ঘন্টা সময় লাগে। অর্থাৎ প্রয়োজনের আগে নিজের পছন্দের গাড়িতে চার্জ না থাকলে কোনভাবেই সেই গাড়ি ব্যবহার করে আপনি আপনার প্রয়োজন মেটাতে পারবেন না। সম্পূর্ণ চার্জ হতে দীর্ঘ সময় ব্যয় হয় বলে স্বাভাবিকভাবে অনেকেই ইলেকট্রিক স্কুটার অথবা বাইক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন।

Advertisements

তবে এবার এই বিশেষ সমস্যা সমাধানে এগিয়ে এলো ভারতের দুই কোম্পানি। এখন এই সমস্যার সমাধান খুঁজে পেয়েছে কোয়ান্টাম এনার্জি এবং লোগো নাইন নামের এই দুটি কোম্পানি। জানা যাচ্ছে, হায়দ্রাবাদের ইভি নির্মাতা কোয়ান্টাম এনার্জি এবং বেঙ্গালুরুর ইভি প্রস্তুতকারক লোগো নাইন-এর বৈদ্যুতিক যানবাহন নির্মাতারা যৌথভাবে একটি নতুন বৈদ্যুতিক স্কুটার তৈরি করছে। যার বিশেষ আকর্ষণ হল, এটি মাত্র 12 মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। তবে দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারটি কবে নাগাদ ভারতের বাজারে লঞ্চ করা হবে এবং কি নামে লঞ্চ করা হবে সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করা হয়নি কোম্পানির তরফ থেকে।

Advertisements