Hero Splendor EV: 200KM মাইলেজ সহ দুর্দান্ত ফির্চাস, আজকেই কিনুন Hero Splendor-এর ইলেকট্রিক বাইক

জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কথা বিবেচনা করে বর্তমানে ভারতের প্রত্যেকটি গাড়ি নির্মাণ কোম্পানি তাদের পেট্রোল চালিত বাইক গুলিকে ইলেকট্রিকে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে বেশ কয়েকটি…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কথা বিবেচনা করে বর্তমানে ভারতের প্রত্যেকটি গাড়ি নির্মাণ কোম্পানি তাদের পেট্রোল চালিত বাইক গুলিকে ইলেকট্রিকে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে বেশ কয়েকটি গাড়ি নির্মাণ কোম্পানি তাদের জনপ্রিয় মডেল গুলোকে ইলেকট্রিক গাড়িতে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই তালিকার শীর্ষে রয়েছে বাইক নির্মাণ কোম্পানি Hero। গোপন সূত্রের খবর অনুযায়ী, GOGOAI নামের একটি ইলেকট্রিক কিট নির্মাণ কোম্পানির সাথে যুক্ত হয়ে Hero তাদের জনপ্রিয় গাড়ি Super Splendor-কে ইলেকট্রিক গাড়িতে রূপান্তরিত করতে চলেছে এই গাড়ি নির্মাণ কোম্পানি।

Advertisements

বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী বছরের প্রথম দিকে হিরোর এই ইলেকট্রিক বাইক উপলব্ধ হতে পারে ভারতীয় বাজারে। যদি দুর্দান্ত এই বাইকটির অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে বলি, তবে Hero Splendor Electric বাইক সম্পূর্ণ চার্জে 250 কিলোমিটার অবধি নির্বিঘ্নে চলবে বলে দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে। পাশাপাশি অন্যান্য গাড়ির তুলনায় হিরোর এই বাইক গুলিতে সম্পূর্ণ চার্জ করতে সবচেয়ে কম খরচ হবে বলেও দাবি করা হয়েছে।

Advertisements

দেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি হিরোর নতুন অবতারের জন্য ইতিমধ্যে অপেক্ষা শুরু করেছেন গ্রাহকরা। আমরা আপনাদের বলি, GoGoAl কোম্পানি দ্বারা Hero Splendor-এর ইলেকট্রিক কনভার্সন রূপায়নে গাড়িটিকে 3 বছরের ওয়ারেন্টিও দেওয়া হবে। তবে দুর্দান্ত মাইলেজের পাশাপাশি গাড়িটিতে আর কি ধরনের ফিচার্স সংযুক্ত হতে চলেছে, সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি কোম্পানিটি। গাড়ি বিশেষজ্ঞরা মনে করছেন, ডিজিটাল ডিসপ্লে, ডিজিটাল ওডোমিটার, সিঙ্গেল চ্যানেল এবিএস, USB চার্জিং পোর্ট, মোবাইল অ্যাপ কানেক্টিভিটির মতো সুবিধা দেখা যেতে পারে গাড়িটিতে।

Advertisements