Energy ONE electric scooter: এপ্রিলের শেষে লঞ্চ হতে চলেছে Energy ONE electric scooter! দেখে নিন, দাম এবং অবিশ্বাস্য বৈশিষ্ট্য

সময়ের পরিবর্তনে প্রত্যেক পরিবারে এখন প্রধান চাহিদা হয়ে দাঁড়িয়েছে একটি স্কুটার অথবা বাইক। পাশাপাশি জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দামের জন্য ইলেকট্রিক গাড়ি কিনতে বেশি পছন্দ করছেন…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

সময়ের পরিবর্তনে প্রত্যেক পরিবারে এখন প্রধান চাহিদা হয়ে দাঁড়িয়েছে একটি স্কুটার অথবা বাইক। পাশাপাশি জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দামের জন্য ইলেকট্রিক গাড়ি কিনতে বেশি পছন্দ করছেন গ্রাহকরা। এবার গ্রাহকদের সমস্ত চাহিদা পূরণ করতে ব্যাঙ্গালোর ভিত্তিক গাড়ি নির্মাণ কোম্পানি Energy ONE তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এপ্রিলের শেষ লগ্নে দুর্দান্ত বৈশিষ্ট্যের সাথে Energy ONE তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার বাণিজ্যিকভাবে বাজারে লঞ্চ করবে।

Advertisements

আপনাদের জানিয়ে রাখি, 2021 সালে গ্রাহকদের জন্য স্কুটারটি উন্মুক্ত করেছিল Energy ONE। সেই সময় এই ইলেকট্রিক স্কুটারটির বাজার মূল্য ধার্য করা হয়েছিল 1.09 লক্ষ টাকা। এবার বাণিজ্যিকভাবে স্কুটারটি উন্মুক্ত হওয়ার কারণে দাম বেশ কিছুটা বৃদ্ধি পাবে বলে মনে করছেন গাড়ি বিশেষজ্ঞরা। উল্লেখ্য, তামিলনাড়ুতে সদ্য উদ্বোধন হওয়া সিম্পল ভিশন 1.0 প্ল্যান্টে নতুন এই স্কুটারটি নির্মাণ করবে কোম্পানি।

Advertisements

যদি গাড়িটির বৈশিষ্ট্যের কথা বলি, তবে অপসারণযুক্ত ব্যাটারির সঙ্গে গাড়িটি আপনি 1.45 লক্ষ টাকায় কিনতে পারবেন। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, 4.8 kWh ক্ষমতা সম্পন্ন ব্যাটারির সাথে নতুন ইলেকট্রিক স্কুটারটি বাজারে উন্মুক্ত হবে। একবারের সম্পূর্ণ চার্জে স্কুটারটি 236 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবে বলে দাবী করা হয়েছে কোম্পানির পক্ষ থেকে। পাশাপাশি ব্যাটারির ক্ষমতা বাড়িয়ে গ্রাহকরা সর্বোচ্চ 300 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেতে পারবেন।

যদি স্কুটারটির মোটরের কথা বলি, সেক্ষেত্রে 8.5 kW ক্ষমতা সম্পন্ন মোটর ব্যবহার করা হয়েছে নতুন এই গাড়িতে। যা 11bhp শক্তি এবং 72 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। তাছাড়া গাড়িটিতে 4G সংযোগের পাশাপাশি 7 ইঞ্চির এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। যেখানে আপনি চার্জের পরিমাপ, মাইলেজ এবং গতিবেগের মতো তথ্যগুলি পাবেন।

Advertisements