জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারনে বর্তমানে ভারত সহ বিশ্বের প্রতিটা দেশে ইলেকট্রিক গাড়ির চাহিদা আগুনের গতিতে বৃদ্ধি পাচ্ছে। তবে চাহিদা বৃদ্ধি পেলেও বিশেষ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন গ্রাহকরা। বিশ্ববাজারে একাধিক ইলেকট্রিক গাড়ি উপলব্ধ থাকলেও পেট্রল বা ডিজেল ইঞ্জিনের গাড়িগুলির মত মাইলেজ দিতে পারে এমন কোন গাড়ি উপলব্ধ নেই। ফলে নিজের স্বপ্নের ইলেকট্রিক গাড়ি নিয়ে লং-ড্রাইভ করা একপ্রকার দুঃস্বপ্ন পরিণত হয়েছে গ্রাহকদের।
তবে এবার সেই দুশ্চিন্তার মুশকিল আসান করতে বিস্ময়কর আবিষ্কার নিয়ে এলো LMFP Battery। বিগত কয়েক বছরের অক্লান্ত পরিশ্রমের পর বিজ্ঞানীদের হাতে ধরা দিয়েছে বিস্ময়কর আবিষ্কার। সম্প্রতি চীনের ব্যাটারি স্টার্টআপ গোশান হাই টেক (Gotion High Tech) L600 লিথিয়াম-ম্যাঙ্গানিজ-আয়রন-ফসফেট অ্যাস্ট্রোইন্নো (Astroinno) ব্যাটারি উন্মোচন করেছে। যেখানে এই বিস্ময়কর ব্যাটারির একাধিক সুবিধা সম্পর্কে বলেছেন কোম্পানিটির কর্মকর্তারা। সংস্থাটির বার্ষিক প্রযুক্তি সম্মেলনীর মঞ্চে কর্মকর্তারা বলেন, ছোট্ট এই ব্যাটারি বড় ধামাকা নিয়ে আসবে। ব্যাটারিটি একবার সম্পূর্ণ চার্জ করলে অবলিলায় 1000 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে পারবেন গ্রাহকরা।
সূত্রের খবর অনুসারে, আধুনিক প্রযুক্তির অ্যাস্ট্রোইন্নো ব্যাটারি প্যাকটি ইতিমধ্যেই সমস্ত প্রয়োজনীয় সুরক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আগামী বছরের প্রথম থেকে ব্যাটারিটি গণ উৎপাদন শুরু হবে বলে মনে করছেন কোম্পানিটির কর্মকর্তারা। গোপন সূত্রের খবর, পৃথিবীর সবচেয়ে আধুনিক এই ব্যাটারিটি এর জীবনকালের সর্বমোট 4,000 বার চার্জ করা যাবে। অর্থাৎ একটি ব্যাটারির মাধ্যমে গ্রাহকরা সর্বমোট 40 লাখ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবে। কোম্পানির দাবি, অত্যাধুনিক এই ব্যাটারিটি বাজারে প্রচলিত ব্যাটারির চেয়ে আকারে 45% ছোটও হবে।







