Simple One Scooter: 300KM মাইলেজ সহ দুর্দান্ত ফির্চাস, আজকেই কিনুন Simple One ইলেকট্রিক স্কুটার

দিনের পর দিন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে দিশেহারা হয়ে পড়ছে ভারতের সাধারণ নাগরিকরা। পাবলিক গাড়িতে ভাড়া বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বাইক অথবা স্কুটার চালাতে দিশেহারা…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

দিনের পর দিন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে দিশেহারা হয়ে পড়ছে ভারতের সাধারণ নাগরিকরা। পাবলিক গাড়িতে ভাড়া বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বাইক অথবা স্কুটার চালাতে দিশেহারা হয়ে পড়ছেন তারা। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে একাধিক কোম্পানি চিরাচরিত পেট্রোল ইঞ্জিনের বাইক নির্মাণ বন্ধ রেখে ইলেকট্রিক বাইক অথবা স্কুটার নির্মাণে মনোনিবেশ করেছে। Bajaj, TVS, HONDA-র সঙ্গে পা মিলিয়ে এই তালিকায় একাধিক নতুন কোম্পানি প্রতিযোগিতায় নেমেছে।

Advertisements

আজ আমরা আপনাদের ভারতের বাজারে সবচেয়ে সেরা মাইলেজ দেওয়া স্কুটারের দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে জানাতে চলেছি। আপনি জানলে অবাক হবেন, Simple One-এর ইলেকট্রিক স্কুটার এক চার্জে সর্বোচ্চ 300 কিলোমিটার পর্যন্ত রাস্তা অতিক্রম করতে পারে। শুধু এখানেই শেষ নয়, Simple one extra range electric scooter-এ আপনি দেখতে পাবেন অসাধারণ কিছু ফির্চাস।

Advertisements

যদি দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারির কথা বলি, তবে এই গাড়িতে 4.8kwh+1.6kwh এর দুটি শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এই গাড়িতে এমন একটি শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে। যেটি 8,500 RPM-এ ঘুরে আপনার গাড়িকে ঘন্টায় সর্বোচ্চ 105 কিলোমিটার গতিতে ছুটতে সাহায্য করবে। তাছাড়া কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, গাড়িটি মাত্র 3 সেকেন্ডে 0 থেকে 40 কিলোমিটার গতি তুলতে পারে।

শক্তিশালী এই গাড়িটির মোট ওজন 110 কেজির পাশাপাশি অতিরিক্ত 30 লিটল স্টোরেজ রাখা হয়েছে। যদি গাড়িটির চার্জের কথা বলি, তবে দুর্দান্ত এই গাড়িটি সম্পূর্ণ চার্জ করতে মাত্র 3.5 ঘন্টা সময় লাগে। যদি দামের কথা বলি, সেক্ষেত্রে গাড়িটি ক্রয় করতে হলে এর বেস ভেরিয়েন্টের জন্য আপনাকে 1.10 লক্ষ টাকা খরচ করতে হবে। পাশাপাশি দুর্দান্ত এই গাড়িটির সর্বোচ্চ ফির্চাস গ্রহণ করতে হলে আপনাকে খরচ করতে হবে মাত্র 1.45 লক্ষ টাকা।

Advertisements