Hero Vida V1: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালো Hero Vida V1 ইলেকট্রিক স্কুটার! জেনে নিন বিস্তারিত

বর্তমানে ভারত সহ বিশ্ব বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে দুশ্চিন্তায় পড়েছেন মধ্যবিত্তরা। সারা জীবনের সঞ্চয় দিয়ে শখের বাইক অথবা স্কুটার কিনলেও জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে ভারত সহ বিশ্ব বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে দুশ্চিন্তায় পড়েছেন মধ্যবিত্তরা। সারা জীবনের সঞ্চয় দিয়ে শখের বাইক অথবা স্কুটার কিনলেও জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে বাইক চালাতে ভয় পাচ্ছেন তারা। ফলে বিশ্ববাজারে এখন ইলেকট্রিক বাইক অথবা স্কুটারের চাহিদা তুঙ্গে। সবচেয়ে কম খরচে সর্বাধিক দূরত্ব অতিক্রম করা সম্ভব বলে ইলেকট্রিক গাড়ি ক্রয়ের দিকে বেশি ঝুঁকছেন গ্রাহকরা। গ্রাহকের চাহিদা মাথায় রেখে বর্তমানে ভারতের একাধিক কোম্পানি তাদের চিরাচরিত পেট্রোল ইঞ্জিনের বাইক নির্মাণ বন্ধ রেখে ইলেকট্রিক বাইক নির্মাণে মনোনিবেশ করেছে।

Advertisements

বিগত বছর Hero তাদের প্রথম ইলেক্ট্রিক স্কুটার লঞ্চ করেছিল ভারতীয় বাজারে। এবার হিরোর সেই ইলেকট্রিক স্কুটার (Vida V1) বিশ্ব রেকর্ড গড়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালো। জানলে অবাক হবেন, Hero Vida V1 ইলেকট্রিক স্কুটার পৃথিবীর একমাত্র স্কুটার, যেটি 24 ঘন্টা নন-স্টপ চলতে সক্ষম। শুধু তাই নয়, Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারটি পরীক্ষণমূলকভাবে 24 ঘন্টায় 1780 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছে বলে দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে। যেটি একনাগাড়ে চলতে পার বিশ্বের যেকোনো স্কুটারের চেয়ে বেশি।

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে একনাগাড়ে সর্বোচ্চ চলা স্কুটারটি 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পেরেছিল। যে রেকর্ডটি মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ভেঙে দেয় Hero Vida V1 ইলেকট্রিক স্কুটার। উল্লেখ্য, চলতি বছরের 20 এবং 21 এপ্রিল এই পর্যবেক্ষণমূলক পরীক্ষাটি চালায় হিরো। 20 এপ্রিল সন্ধ্যা 6টা 45 মিনিটে 6 জন ব্যক্তি গাড়িটি নিয়ে যাত্রা শুরু করে। যারা একের পর এক ড্রাইভিং সিট বদল করে স্কুটার চালাতে থাকেন। মাঝখানে কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে স্কুটারের ব্যাটারি পরিবর্তন করেন তারা। এইভাবে 21 এপ্রিল সন্ধ্যা 6টা 45 মিনিটে তারা সর্বমোট 1780 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। যা গিনেস বুক অফ ওয়াল্ড রেকর্ডে নাম লেখায়।

Advertisements