নতুন বিশ্ববাজারে ক্রমবর্ধমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বর্তমানে গ্রাহকরা ইলেকট্রিক গাড়ি এবং ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকছে। বিশেষ করে যখন ভারতীয় মধ্যবিত্ত পরিবারের কথা আসে তখন নিঃসন্দেহে বলা যেতে পারে, তারা একটি ইলেকট্রিক গাড়ি অথবা ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবছে। সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে যখন মধ্যবিত্ত পরিবার নিজেদের স্বপ্ন পূরণ করতে চায় তখন সবার প্রথমে বাধা হয়ে দাঁড়ায় জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্য। ফলে ইচ্ছা থাকলেও ডিজেল কিংবা পেট্রোল ইঞ্জিনের গাড়ি ক্রয় করতে পারেন না তারা। এমন পরিস্থিতিতে বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটার হয়ে উঠেছে সেরা বিকল্প।
ভারতের বিরাট বাজারে গ্রাহকদের চাহিদার কথা বুঝতে পেরে ইতিমধ্যে একাধিক গাড়ি নির্মাণ কোম্পানি নিজেদের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে ভারতীয় বাজারে। যা ইতিমধ্যে গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু এখানেই শেষ নয়, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বর্তমানে গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানগুলি তাদের নতুন ইলেকট্রিক স্কুটারে একাধিক অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করছে।
ভারতীয় বাজারে ঝড়ের গতিতে বিক্রি হওয়া ইলেকট্রিক স্কুটার Ola-র বাজার ধ্বংস করতে এবার নতুন পদক্ষেপ গ্রহণ করল গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান Hero। খুব শীঘ্রই দুর্দান্ত বৈশিষ্ট্যের ইলেকট্রিক স্কুটার ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে কোম্পানিটি। Hero তাদের নতুন ইলেক্ট্রিক স্কুটার Hero Nyx HX-এ 1.536 kWh লিথিয়াম আয়ন ব্যাটারী ব্যবহার করেছে। যা একবার ফুল চার্জে 165 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে বলে দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে।
যদি টপ স্পিডের কথা বলি, তবে Hero Nyx HX সর্বোচ্চ 42 কিলোমিটার গতিতে চলতে পারে। যদি গাড়িটির বেস ভেরিয়েন্টের কথা বলি, তবে এক চার্জে 86 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম। যে গাড়িটি আপনি এক্স শোরুম থেকে 64,640 টাকায় কিনতে পারবেন। যদি গাড়িটির সবচেয়ে সেরা ভেরিয়েন্ট মডেলটি আপনি ক্রয় করেন, সে ক্ষেত্রে আপনাকে 1,09,440 টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। তাছাড়া যদি ফুল চার্জের কথা বলি, তবে 4 থেকে 5 ঘণ্টা সময় নেয় ব্যাটারীটি সম্পূর্ণ চার্জ হতে।







