ভাঁজ করে রাখা যাবে গাড়ির ডিকিতে, স্যুটকেসের লুকে দামদার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে Honda

আর প্রয়োজন হবে না ড্রাইভিং লাইসেন্সের। বিশেষ ধরনের ইলেকট্রিক স্কুটার এবার বিশ্ববাজারে লঞ্চ করতে চলেছে গাড়ি নির্মাণ সংস্থা হোন্ডা। আজ্ঞে হ্যাঁ, হাতে করে স্যুটকেসের ন্যায়…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

আর প্রয়োজন হবে না ড্রাইভিং লাইসেন্সের। বিশেষ ধরনের ইলেকট্রিক স্কুটার এবার বিশ্ববাজারে লঞ্চ করতে চলেছে গাড়ি নির্মাণ সংস্থা হোন্ডা। আজ্ঞে হ্যাঁ, হাতে করে স্যুটকেসের ন্যায় বহন করা যাবে এই ইলেকট্রিক স্কুটার। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন আপনি? তবে এই নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, পরীক্ষারত থাকা হোন্ডার এই বিশেষ ইলেকট্রিক স্কুটার খুব শীঘ্রই বিশ্ব বাজারে মটো কমপ্যাক্টো নামে লঞ্চ করা হবে।

Advertisements

যদি দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারের প্রাথমিক ডিজাইনার কথা বলি, তবে এটি দূর থেকে দেখলে মনে হবে রাস্তায় একটি স্যুটকেস পড়ে রয়েছে। যার নিম্নভাগ থেকে দুটি চাকা বেরিয়ে আসে এবং বসার জন্য উপরে একটি সিট এবং নিয়ন্ত্রণ করার জন্য একটি হ্যান্ডেল বের করা যায়। যা আপনি চাইলে স্যুটকেসের হুডের মতো বন্ধ করতে পারবেন। আমরা আপনাদের জানিয়ে রাখি, দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারের ওজন হতে চলেছে মাত্র 19 কেজি। ফলে এর গ্রাহকরা সহজেই এটিকে উঁচু করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবেন।

Advertisements

সহজ বহন ক্ষমতার জন্য এই ইলেকট্রিক স্কুটারটি যানজট পূর্ন এলাকায় সহজেই বিচরণ করতে পারবে। যদি শক্তিশালী এই ইলেকট্রিক স্কুটারের অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এতে আপনি একটি 490 ওয়াটের ব্যাটারি প্যাক দেখতে পাবেন। যা একবার সম্পূর্ণ চার্জে ইলেকট্রিক স্কুটারটিকে 20 কিলোমিটার চলতে সাহায্য করবে। অর্থাৎ একবার সম্পূর্ণ চার্জে আপনি 20 কিলোমিটার মাইলেজ পাবেন এই ইলেকট্রিক স্কুটারে।

এছাড়া শক্তিশালী এই স্কুটারের অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে যদি বলি, তবে মটো কমপ্যাক্টো ইলেকট্রিক স্কুটার সর্বোচ্চ 24 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। যা একবার সম্পূর্ণ চার্জ হতে মাত্র 4 ঘন্টা সময় নেয়। 25 কিলোমিটারের কম গতিবেগ হওয়ার কারণে এই ইলেকট্রিক স্কুটার চালাতে হলে কোন ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে না গ্রাহকদের। যা একে বাজারে অন্য যে কোন ইলেকট্রিক স্কুটারের ফির্চাসের চেয়েও আলাদা করে তোলে।

Advertisements