জাতভাই Hero অনেক আগেই ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে। পাশাপাশি, ভারতের বাজারে TVS, OLA-র মতো কোম্পানিগুলি ইলেকট্রিক স্কুটারের জগতে বিপ্লব এনেছে। তবে এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে জাপানি গাড়ি নির্মাণ সংস্থা Honda। সম্প্রতি এক প্রকাশিত বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন হোন্ডা কোম্পানির কর্মকর্তারা। যদিও চলতি বছর তাদের নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা হবে না। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, জাপানি গাড়ি নির্মাণ সংস্থা হোন্ডার আসন্ন ইলেকট্রিক স্কুটারে কি ধরনের ফির্চাস লক্ষ্য করা যাবে?
নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, গত ১৩ জুন হোন্ডা তাদের দুটি নতুন ইলেকট্রিক গাড়ির ট্রেডমার্ক জারি করেছে। যেখানে বলা হয়েছে, iM এবং i-M1 e নামে একসাথে দুটি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে Honda। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, Honda Activa-র উত্তরসূরি হিসেবে iM এবং i-M1 e নামের ইলেকট্রিক স্কুটার দুটি লঞ্চ করা হবে। যা এর আকর্ষণীয় বৈশিষ্ট্যের কারণে গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে।
কোম্পানির তরফ থেকে আরও বলা হয়েছে, iM এবং i-M1 e নামের দুটি ইলেকট্রিক স্কুটারে বিভিন্ন ধরনের ফির্চাস সংযুক্ত করা হচ্ছে। যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হিসেবে থাকছে অদল বদলযোগ্য ব্যাটারি সেটআপ। গ্রাহকরা দুটি বিকল্পে এই সুবিধা গ্রহণ করতে পারেন। চাইলে অদল বদল যোগ্য ব্যাটারী বিকল্প কিংবা ফিক্সড ব্যাটারি বিকল্প ইলেকট্রিক স্কুটার ক্রয় করতে পারবেন তারা। তাছাড়া, গাড়িটির ডিজাইনেও বিশেষ পরিবর্তন আনা হচ্ছে। প্রথমে দেখলেই এটিকে স্পোর্টস বাইক বলে মনে হবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। যদি গাড়িটির লঞ্চের কথা বলি, সেক্ষেত্রে আশা করা হচ্ছে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে বিশ্ববাজারে একসাথে iM এবং i-M1 e নামের এই দামদার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা হতে পারে।