এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার ক্রয় করতে চান, তবে আজকের নিবন্ধটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা শুরুতেই আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে গণেশ চতুর্থী উপলক্ষে বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্ট গুলির ওপর ডিসকাউন্ট ঘোষণা করেছে। আর বিশেষ এই ডিসকাউন্ট কাজে লাগিয়ে নিজের স্বপ্ন পূরণ করছেন বাইক অথবা স্কুটার প্রেমীরা।
আমরা আপনাদের বলে রাখি, দেশীয় ইলেকট্রিক ভেহিকেল স্টার্টআপ হপ ইলেকট্রিক মোবিলিটি (HOP Electric Mobility) তাদের দুটি ইলেকট্রিক স্কুটারের উপর পূজা উপলক্ষে অফার জারি করেছে। আজ্ঞে হ্যাঁ, LEO ও LYF বৈদ্যুতিক স্কুটারে ফেস্টিভ অফারের ঘোষণা করেছে HOP Electric। উভয় ই-স্কুটারেই যথাক্রমে 4,100 টাকা ও 3,100 টাকার ছাড় দিচ্ছে সংস্থাটি। আপনি যে কোন শো-রুম থেকে এই বিশেষ ধরনের ইলেকট্রিক স্কুটার ক্রয় করলে পাবেন পূজা উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট।
এই নিবন্ধন যদি HOP Electric স্কুটারের অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে প্রথমেই বলতে হবে এই স্কুটারের লং রেঞ্জের কথা। জানলে অবাক হবেন, একবার সম্পূর্ণ চার্জে এই ইলেকট্রিক স্কুটারটি প্রায় 125 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। পাশাপাশি, 180 কেজি ভর পরিবহনে সক্ষম এই ইলেকট্রিক স্কুটার। জানলে অবাক হবেন, গাড়িটি ঘন্টায় 5 কিলোমিটার গতিতে ব্যাক গিয়ারেও চলতে সক্ষম। কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে, তাদের এই ইলেক্ট্রিক স্কুটার গুলির সাহায্যে প্রতি কিলোমিটার রাস্তা অতিক্রম করতে খরচ হবে মাত্র 20 পয়সা।