বর্তমানে ভারতীয় বাজারে ক্রমবর্ধমান জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির কারণে প্রয়োজন ব্যতীত গাড়ি চালানো এক প্রকার বন্ধ রেখেছে সাধারণ মানুষ। দিনের পর দিন জ্বালানী তেলের উর্ধ্বমূল্য দেখে বর্তমানে গ্রাহকরা ইলেকট্রিক স্কুটার অথবা বাইক কেনার দিকে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন। কারণ তুলনামূলক কম মূল্যে অধিক দূরত্ব অতিক্রম করতে ইলেকট্রিক গাড়ির বিকল্প উপলব্ধ নেই ভারতীয় বাজারে। তবে আজ আমরা এই নিবন্ধে আপনাদের এমন একটি বাইক সম্পর্কে জানতে চলেছি, যেটি সবচেয়ে কম দামে কিনতে পারবেন আপনি। গাড়িটি ক্রয় করার পর তেল খরচ নিয়েও ভাবতে হবে না আপনাকে। কারন মাত্র 1 টাকার কিছু বেশি খরচ করেই 1 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবেন আপনি।
আজ আমরা আপনাদের একটি Hero Splendor Plus গাড়ির দূর্দান্ত অফার সম্পর্কে জানাতে চলেছি। যে গাড়িটি কিনতে আপনাকে খরচ করতে হবে মাত্র 15,000 টাকা। গাড়িটির দুর্দান্ত অফার সম্পর্কে জেনে নেওয়ার পূর্বে চলুন জেনে নেওয়া যাক বাইকের অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে।
যদি Hero Splendor Plus গাড়িটির ইঞ্জিন সম্পর্কে বলি, তবে এই গাড়িতে 97cc ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যেটি 4টি স্পিড গিয়ারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। গাড়িটি লিটার প্রতি তেলে প্রায় 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে বলেও জানানো হয়েছে ওয়েবসাইটে।
আজ আমরা আপনাদের যে বাইকটির সঙ্গে পরিচয় করিয়ে দিতে চলেছি সেটি একটি সেকেন্ড হ্যান্ড বাইক। যেটি বিক্রির জন্য এর মালিক Olx-এ বিঞ্জাপন দিয়েছেন। 2012 সালের Hero Splendor Plus গাড়িটির জন্য এর মালিক 15,000 টাকা দাম চেয়েছেন। এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান, তবে এখনই যোগাযোগ করতে পারেন ওই গাড়ির মালিকের সঙ্গে।







