LML Star EV: ভুলে যান Honda Activa-কে, 300KM মাইলেজ সহ আজকেই কিনুন দেশের সবচেয়ে সস্তার স্কুটার

দিনের পর দিন জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে বর্তমানে ভারতীয় বাজারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা বেড়েই চলেছে। সবচেয়ে কম খরচে দীর্ঘ রাস্তা অতিক্রম করা সম্ভব বলে ইলেকট্রিক…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

দিনের পর দিন জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে বর্তমানে ভারতীয় বাজারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা বেড়েই চলেছে। সবচেয়ে কম খরচে দীর্ঘ রাস্তা অতিক্রম করা সম্ভব বলে ইলেকট্রিক স্কুটার এখন জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাহকদের কাছে। বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে পুরাতন কোম্পানির পাশাপাশি একাধিক নতুন কোম্পানি দুর্দান্ত ফির্চাস সহ ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে ভারতীয় বাজারে।

Advertisements

সম্প্রতি LML কোম্পানি তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার LML Star ভারতীয় বাজারে লঞ্চ করার ঘোষণা করেছে। কোম্পানিটির কর্মকর্তা বলেন, চলতি বছরের ডিসেম্বরে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা হবে। তিনি আরও বলেন, তাদের এই ইলেক্ট্রিক স্কুটারটি সম্পূর্ণভাবে ভারতে নির্মাণ করা হয়েছে এবং এর দুর্দান্ত ডিজাইন করেছে ইটালির একটি জনপ্রিয় কোম্পানি। তার মতে, এই গাড়িটি গ্রাহকদের সমস্ত চাহিদা পূরণ করতে সক্ষম হবে। উল্লেখ্য, হরিয়ানার বাওয়ালে অবস্থিত প্ল্যান্টে এই স্কুটারটি তৈরি করবে কোম্পানি।

Advertisements

এই নিবন্ধে যদি আমরা LML Star ইলেকট্রিক স্কুটারের দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটারটিতে 4Kw ক্ষমতা সম্পন্ন বৃহৎ ব্যাটারী প্যাক দেওয়া হচ্ছে। বিশাল এই ব্যাটারির সাহায্যে স্কুটারটি এক চার্জে সর্বোচ্চ 300 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবে বলে মনে করছেন কোম্পানির কর্মকর্তারা। তবে গ্রাহকরা চাইলে এর থেকে কম রেঞ্জের স্কুটার ক্রয় করতে পারবেন।

এছাড়া দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারে LED ডে-টাইম লাইটের পাশাপাশি 360-ডিগ্রি ক্যামেরা দেওয়া হয়েছে। যে ক্যামেরা গুলি প্লেনের ব্ল্যাক বক্সের মত কাজ করবে। অর্থাৎ রাস্তায় চলার সময় সমস্ত ডেটা সংগ্রহ করবে ক্যামেরা গুলি। কোম্পানির দাবি, দুটি ফুল ফেস হেলমেট রাখার মত ফাঁকা স্পেস রাখা হয়েছে সিটের নিচে। আমরা আপনাদের বলি যে, ইতিমধ্যে কোম্পানিটির অফিসিয়াল ওয়েবসাইটে দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারের বুকিং শুরু হয়েছে। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এই, বাজার সেরা এই ইলেকট্রিক স্কুটারটি বুকিং করতে একটি পয়সাও খরচ করতে হবে না আপনাকে।

Advertisements