Maruti EECO: সবচেয়ে কম টাকায় AC গাড়ি বাজারে নিয়ে এলো Maruti, 27.5 KM মাইলেজ সহ দেখে নিন গাড়িটির চোখ ধাঁধানো ফির্চাস

ধীর গতিতে চলতে থাকা ভারতীয় গাড়ির বাজার উষ্ণ করতে ফের নিজেদের কড়া কৌশল দেখালো ভারতের অন্যতম সেরা গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান Maruti Suzuki। এবার তারা তাদের…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ধীর গতিতে চলতে থাকা ভারতীয় গাড়ির বাজার উষ্ণ করতে ফের নিজেদের কড়া কৌশল দেখালো ভারতের অন্যতম সেরা গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান Maruti Suzuki। এবার তারা তাদের Maruti EECO ভ্যানটি একটি নতুন অত্যাধুনিক ইঞ্জিন সহ বাজারে লঞ্চ করেছে। Maruti EECO গাড়িটি এখন 5-সিটার, 7-সিটার, কার্গো, ট্যুর এবং অ্যাম্বুলেন্স বিকল্প সহ 13 টি ভেরিয়েন্টে পাওয়া যাবে ভারতীয় বাজারে। ফলশ্রুতিতে একটি গাড়িতেই ভারতের মধ্যবিত্তের সমস্ত চাহিদা পূরণ করছে Maruti Suzuki।

Advertisements

শুধুমাত্র গাড়িটি নির্মাণ করে বাজারে বিক্রি করতে নয় বরং এই গাড়িটি নির্মাণ করার সময় একাধিক নিরাপত্তার কথা ভেবেছে Maruti Suzuki। 1.2-লিটার অ্যাডভান্সড K-সিরিজ ডুয়াল Jet VVT ইঞ্জিন এবং আপডেটেড ইন্টেরিয়র ডিজাইন সহ গাড়িটি বাজারে আনা হয়েছে। পাশাপাশি কোম্পানি তরফ থেকে দাবি করা হয়েছে, মধ্যবিত্তের কথা ভেবে সর্বাধিক মাইলেজ (27.5 KM) দেওয়া গাড়িতে পরিণত করা হয়েছে Maruti EECO কে।

Advertisements

পাশাপাশি Maruti EECO গাড়িটি ইঞ্জিন ইমোবিলাইজার, দুর্দান্ত হেডলাইট ফ্যাসিলিটি, 2টি এয়ারব্যাগ, EBD সহ ABS, দরজা ও জানালার জন্য চাইল্ড লক এবং গাড়িটি পার্কিংয়ের জন্য ব্যাক সেন্সর দেওয়া হয়েছে। যদি গাড়িটির রঙের কথা বলি, সেক্ষেত্রে পাঁচটি আলাদা রঙে গাড়িটি বাজারে উপলব্ধ রয়েছে। আপনি চাইলে সাদা, সিলভার, নীল, কালো এবং চকচকে ধূসর রঙের গাড়ি ক্রয় করতে পারেন। দামের ক্ষেত্রেও Maruti Suzuki বাজারে প্রতিযোগিতা সৃষ্টি করেছে। চাইলে গাড়িটি মাত্র 5.10 লক্ষ টাকায় কিনতে পারবেন আপনিও।

Advertisements