এই মুহূর্তে ভারতের গাড়ির বাজারে Maruti Suzuki একের পর এক গাড়ি লঞ্চ করে সবাইকে চমকে দিচ্ছে। সবচেয়ে কম দামে অবিশ্বাস্য ফির্চাস দিচ্ছে তাদের প্রতিটি গাড়িতে। ফলে স্বাভাবিকভাবেই ভারত তথা বিশ্ব বাজারে Maruti Suzuki গাড়ির চাহিদা বেড়েই চলেছে। গোপন তথ্যের ভিত্তিতে আমরা আপনাদের জানিয়ে রাখি, Maruti Suzuki তাদের সুপার গাড়ি Hustler-এর উপর দীপাবলিতে বিশাল অফার দিতে চলেছে। ওই সময় গাড়িটি ক্রয় করতে আপনাকে খরচ করতে হবে মাত্র 7 লাখ টাকা।

যদি Maruti Suzuki Hustler গাড়িটির দুর্দান্ত ফির্চাস সম্পর্কে বলি, তবে এই গাড়িটিতে একটি 658cc শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 52Ps শক্তি উৎপাদনের পাশাপাশি 51Hp টর্ক জেনারেট করতে পারবে। এছাড়া যদি গাড়িটির অ্যাডভান্স টেকনোলজি সম্পর্কে আপনাদের বলি, তবে এতে ডিজিটাল ডিসপ্লে, এসি, হিটার, ডিজিটাল ওডোমিটার, ব্যাটারি ইন্ডিকেটর, ডিজিটাল স্পিড মিটার লক্ষ্য করা যাবে।

আমরা আপনাদের জানিয়ে রাখি, দুর্দান্ত এই গাড়িটি ভারতের বাজারে লঞ্চ করা না হলেও বিশ্বে বহু দেশে বিশেষ ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। সূত্রের খবরের মান্যতা অনুযায়ী, চলতি বছরের দীপাবলিতে ভারতের বাজারে গাড়িটি বিক্রির জন্য উন্মুক্ত করতে পারে মারুতি সুজুকি। তবে গাড়িটির বিভিন্ন ভেরিয়েন্ট উপলব্ধ থাকার কারণে এর দামের ক্ষেত্রে বেশ তারতম্য লক্ষ্য করা যাবে। গাড়ি বিশেষজ্ঞরা মনে করছেন, দুর্দান্ত মডেলের এই গাড়িটির প্রারম্ভিক মূল্য 7 লাখের কাছাকাছি হবে।







