বিগত কয়েক বছর ধরে ভারতের গাড়ির বাজারে আগুন জ্বালাতে একের পর এক নিত্য নতুন মডেলের গাড়ি নিয়ে আসছে Maruti Suzuki। গ্রাহকদের কথা মাথায় রেখে কম দামে নিজেদের সেরা গাড়ি বাজারে উপলব্ধ করার লড়াইয়ে বর্তমানে অন্যান্য গাড়ি নির্মাণ কোম্পানির সাথে প্রতিযোগিতা করছে Maruti Suzuki। ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরে আরও একটি নতুন মডেলের গাড়ি ভারতের বাজারে বিক্রি সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
Maruti Suzuki-র তরফ থেকে জানানো হয়েছে, তাদের বহুল পরিচিত গাড়ি Maruti Wagon R-এর ইন্টেরিয়র ডিজাইনে বেশ কিছু পরিবর্তন করে বিক্রি করা হবে। গাড়িটির হেডলাইট সহ ভেতরের অংশে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, এটিতে বেইজ এবং ব্রাউন রঙের থিম দেওয়া হয়েছে। নতুন Maruti Wagon R গাড়ির সেন্টার কনসোলে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, নতুন থ্রি-স্পোক মাল্টিফাংশন স্টিয়ারিং হুইল, অ্যালুমিনিয়াম ফিনিশ, স্পিডোমিটারের মতো আধুনিক সুবিধা দেখা যাবে।
এর পাশাপাশি Maruti Suzuki তাদের গ্রাহকদের নিরাপত্তার কথা ভেবে একাধিক সুবিধা যুক্ত করেছে গাড়িটিতে। এয়ার ব্যাগের পাশাপাশি EBD সহ ABS, সিট বেল্ট রিমাইন্ডার, প্রি-টেনশনার সিট বেল্ট, স্পিড অ্যালার্ট সিস্টেম, সিকিউরিটি অ্যালার্ম, রিয়ার পার্কিং সেন্সর, সেন্টার ডোর লকিং, চাইল্ড প্রুফ রিয়ারের মত সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
যদি গাড়িটির ইঞ্জিনের কথা বলি, তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে Maruti Suzuki WagonR গাড়িতে 1-লিটার পেট্রোল ইঞ্জিন দেখা যাবে। এই ইঞ্জিনটি 67 ps শক্তি এবং 89 nm টর্ক উৎপন্ন করতে সক্ষম হবে। পাশাপাশি 5-স্পীড স্বয়ংক্রিয় গিয়ারবক্সও দেখা যাবে গাড়িটিতে।