আর নয় দুশ্চিন্তা, জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের দুর্ভবনা থেকে চিরতরে মুক্তি পেতে চলেছেন গ্রাহকরা। পাশাপাশি পার্কিং নিয়ে কোনরকম ঝামেলা ছাড়াই নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন তারা। আমরা আপনাদের জানিয়ে রাখি, খুব শীঘ্রই ভারতীয় বাজারে MG Motor তাদের লাক্সারি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে। যে গাড়িটি গ্রাহকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছেন কোম্পানিটির কর্মকর্তারা। জানলে অবাক হবেন, MG Motor নির্মিত এই গাড়িটি হবে ভারতীয় বাজারে সবচেয়ে ছোট ইলেকট্রিক গাড়ি। যেটি Tata Nano-র চেয়েও ছোট আকৃতির হবে বলে জানিয়েছে কোম্পানিটির কর্মকর্তারা।
যদি ভারতীয় বাজারে সবচেয়ে ছোট এই গাড়ির বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে MG Motor India তাদের অফিসিয়াল পেজে জানিয়েছে, গাড়িটি অত্যন্ত আরামদায়ক এবং দেখতে অনেকটা ইন্দোনেশিয়ায় বিক্রি হওয়া Wuling Air EV-এর মতো। তবে গাড়িটিতে একাধিক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, গাড়িটিতে উলম্বভাবে হেডলাইটের পাশাপাশি একটি ডুয়াল-টোন ফ্রন্ট বাম্পার পায়। উইন্ডস্ক্রিনের নীচে একটি LED লাইট বার এবং একটি ক্রোম স্ট্রিপ রয়েছে। যা গাড়িটিকে আরও আরামদায়ক করে তুলবে।
ছোট এই গাড়িটিতে যদি আরও অত্যাধুনিক বৈশিষ্ট্যের কথা বলি, মসৃণ এয়ার-কন ভেন্ট, এসি নিয়ন্ত্রণের জন্য প্রচলিত রোটারি নব, মাল্টি-ফাংশনাল টু-স্পোক স্টিয়ারিং হুইল, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল এবং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ইউনিটের মত সুবিধা দেওয়া হয়েছে। হ্যাচব্যাকে ডুয়াল 10.25-ইঞ্চি ডিসপ্লে থাকবে – একটি ইনফোটেইনমেন্টের জন্য ব্যবহৃত হবে। ভারতের বাজারে সবচেয়ে ছোট এই গাড়িটি আগামী মাসে লঞ্চ করতে চলেছে MG Motor India। যদি দামের কথা বলি তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, যদি গাড়িটি সমস্ত ফির্চাস সহ কেউ ক্রয় করতে চান তবে তাকে প্রায় 10 লক্ষ টাকা গুনতে হবে।







