বর্তমানে বিশ্ববাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে গ্রাহকরা ইলেকট্রিক গাড়ি কিনতে বেশি আগ্রহ দেখাচ্ছেন। কম খরচে অধিক দূরত্ব ভ্রমণ করা সম্ভব হয় বলে আজকাল ইলেকট্রিক গাড়ির বিক্রি বেড়েছে চোখে পড়ার মতো। বিষয়টি মাথায় রেখে ইতিমধ্যে একাধিক বড় বড় কোম্পানি নিজেদের চিরাচরিত পেট্রোল অথবা ডিজেল ইঞ্জিনের গাড়ি নির্মাণ বন্ধ রেখে ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে। ভারতে বর্তমানে ইলেকট্রিক গাড়ির বাজারে Tata একাই রাজত্ব করছে। তবে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই টাটার প্রতিদ্বন্দ্বী হয়ে আত্মপ্রকাশ করতে চলেছে ব্রিটিশ ব্র্যান্ড অটো নির্মাণ কোম্পানি MG।

সূত্রের খবর, সানরুফ সহ একটি 7 আসনের বৈদ্যুতিক গাড়ি খুব শীঘ্রই বিশ্ব বাজারে লঞ্চ করতে চলেছে MG। উল্লেখ্য, ব্রিটিশ ব্র্যান্ড অটো এক্সপো 2023-এ ভারতে Maxus Mifa 9 চালু করেছে। এবার একই ডিজাইনে MG Maxus 9 ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার পরিকল্পনা গ্রহণ করেছে এই ব্রিটিশ কোম্পানিটি। জানা যাচ্ছে, MG Maxus 9-এর দৈর্ঘ্য 5270mm, প্রস্থ 2000mm এবং উচ্চতা 1840mm হবে। পাশাপাশি এর হুইলবেস 3200 মিমি লম্বা হবে বলেও জানা গেছে।

যদি MG Maxus 9 ইলেকট্রিক গাড়ির দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এই গাড়ির দরজা হবে সম্পূর্ণ স্বয়ংক্রিয়। অর্থাৎ হাতের স্পর্শ ছাড়াই দরজা খোলা অথবা বন্ধ করা যাবে। যদি দুর্দান্ত এই গাড়ির ব্যাটারি সম্পর্কে বলি, তবে এতে 90 kWh-এর একটি শক্তিশালী লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। যেটি একবার সম্পূর্ণ চার্জে প্রায় 500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। শক্তিশালী এই বিশাল ব্যাটারি ভান্ডার 120 কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জিং-এর সাহায্য 30 মিনিটে 30%-80% চার্জ হবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখি, কিলার লুকিং-এই বৈদ্যুতিক গাড়িটি খুব শীঘ্রই ভারতীয় বাজারে লঞ্চ করার পরিকল্পনা গ্রহণ করছে কোম্পানি।







