যুগের অগ্রগতির সাথে সাথে ভারতে দিনের পর দিন তৈরি হচ্ছে একাধিক নিউক্লিয়ার ফ্যামিলি। ফলশ্রুতিতে, বড় গাড়ির বদলে ছোট গাড়ি কিনে নিজেদের স্বপ্ন পূরণ করতে চাইছেন মধ্যবিত্তরা। তবে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে সেই স্বপ্নও কার্যত দুঃস্বপ্নে পরিণত হচ্ছে তাদের। ফলে ডিজেল অথবা পেট্রোল গাড়ির বদলে ইলেকট্রিক গাড়িতে বেশি প্রাধান্য দিচ্ছেন প্রত্যেক ভারতবাসী। কম টাকায় বেশি দূরত্ব অতিক্রম করায় সবার প্রথম পছন্দের বিকল্প হয়ে উঠেছে এই ইলেকট্রিক গাড়ি গুলি।
তবে অত্যাধিক দামের কথা মাথায় রেখে সেদিকেও দৃষ্টি দিতে পারছেন না কেউই। এবার সেই সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিল MG Motor। মধ্যবিত্তের চাহিদা অনুসারে ভারতের বাজারে সবচেয়ে ছোট ইলেকট্রিক গাড়ি নির্মাণ করে তাক লাগিয়ে দিতে প্রস্তুত গাড়ি নির্মাণ কোম্পানিটি। আসুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, MG Motor-এর ইলেকট্রিক গাড়ির ক্ষুদ্র সংস্করণের চোখ ধাঁধানো বৈশিষ্ট্য সম্পর্কে-

খুব শীঘ্রই MG Motor তাদের যে ক্ষুদ্র ইলেকট্রিক গাড়ি বাজারে আনতে চলেছে তাতে একাধিক চোখ ধাঁধানো বৈশিষ্ট্য সংযুক্ত করেছে কোম্পানিটি। দুই আসন বিশিষ্ট এই গাড়িতে সুরক্ষার কথা বিশেষভাবে মাথায় রাখা হয়েছে। এতে ডুয়াল এয়ারব্যাগ, ABS, EBD এবং রিয়ার পার্কিংয়ের মত সুবিধা দেওয়া হয়েছে। দুই দরজা বিশিষ্ট এই গাড়িটির দৈর্ঘ্য সম্পর্কে যদি বলি, তবে জানলে অবাক হবেন গাড়িটি মাত্র 2.9 মিটার লম্বা হবে।

যদি ব্যাটারির কথা বলি, তবে এই গাড়িটি দুটি ভেরিয়ান্টে উপলব্ধ হবে ভারতীয় বাজারে। এন্ট্রি-লেভেল ভেরিয়েন্টে সিঙ্গেল চার্জিংয়ে 200KM রেঞ্জ পাবেন গ্রাহকরা। এই ভেরিয়েন্টে একটি 17.3kWh ব্যাটারি প্যাক ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। পাশাপাশি, MG ধূমকেতুর হাই-এন্ড ভেরিয়েন্ট এক চার্জে 300KM রাস্তা অতিক্রম করবে। এটিতে একটি 26.7kWh ব্যাটারি প্যাক ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। যদি দামের কথা বলি, তবে দুর্দান্ত বৈশিষ্ট্যের এই গাড়িটি মাত্র 10 লক্ষ টাকায় ক্রয় করা যাবে ভারতীয় বাজারে।







